চট্টগ্রামে ১৪ ব্যক্তি–প্রতিষ্ঠানকে জরিমানা

অপরাধ
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরে বিনা অনুমতিতে সড়ক কেটে ফেলা, সড়কের ওপর মালামাল রেখে হাঁটাচলায় প্রতিবন্ধকতা সৃষ্টিসহ বিভিন্ন অপরাধে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রায় ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার নগরের বিভিন্ন এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করা হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরের এ কে খান মোড়ে রেস্তোরাঁর ময়লা পানি রাস্তায় ফেলা, বিনা অনুমতিতে সড়ক কেটে ফেলা এবং মালামাল রাস্তার ওপর রাখার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে আয়োজন রেস্তোরাঁকে এক লাখ টাকা, আম্মাজান হোটেলকে ২০ হাজার টাকা এবং জাহান ইঞ্জিনিয়ারিংকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া চট্টগাম নগরের লাভ লেন এলাকায় নালা ভরাট করে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে আবাসন প্রতিষ্ঠান স্যানমারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম।

এদিকে চট্টগ্রাম নগরের কে সি দে সড়কে রাস্তা ও ফুটপাত দখল করে মালামাল রাখার অপরাধে সাত ব্যক্তিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন সিটি করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন। এ ছাড়া আরও তিন ব্যক্তিকে জরিমানা করা হয় মোট ১৭ হাজার টাকা।

অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সহায়তা করেন নগর পুলিশের সদস্যরা।