যুবদলের কমিটি নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি বিক্ষোভ, বিএনপি নেতার কুশপুত্তলিকা দাহ

নোয়াখালীর হাতিয়া উপজেলা ও পৌর যুবদলের ঘোষিত কমিটি বাতিলের দাবিতে দলের একাংশের বিক্ষোভ। আজ দুপুরে উপজেলা সদরের ওছখালিতেছবি: প্রথম আলো

নোয়াখালীর হাতিয়া উপজেলা ও পৌরসভা যুবদলের কমিটি গঠন নিয়ে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এর মধ্যে এক পক্ষ ঘোষিত কমিটি বাতিলের দাবিতে, অন্য পক্ষ দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে কর্মসূচি পালন করে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ওছখালীতে দুই পক্ষের নেতা-কর্মীরা পাল্টাপাল্টি কর্মসূচি পালন করে। কমিটি গঠনে ক্ষুব্ধ অংশের নেতা-কর্মীরা কমিটি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান ওরফে শামীমকে হাতিয়াতে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। তাঁরা এ সময় বিএনপি নেতা মাহবুবের কুশপুত্তলিকা দাহ করেন।

সমাবেশে বক্তব্য দেন, হাতিয়া উপজেলা যুবদলের সদ্য বিদায়ী কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, উপজেলা যুবদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহীন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নুর ইসলাম, হাতিয়া পৌরসভা যুবদলের বিদায়ী সদস্যসচিব মো. মোছলেহ উদ্দিন, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সামাদ প্রমুখ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সম্পূর্ণ অন্যায়ভাবে উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে। আর ওই কাজটি করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমানের ইশারায়। কমিটি গঠন নিয়ে স্থানীয় নেতাদের কারও সঙ্গে আলোচনা করা হয়নি। যাঁদের দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে, তাঁরা গত ১৭ বছর দলীয় কোনো কর্মকাণ্ডে ছিলেন না। তাই অবিলম্বে ঘোষিত কমিটি বাতিল করে দলের ত্যাগী ও যোগ্যদের নিয়ে কমিটি গঠনের দাবি জানানো হয়।

সমাবেশ শেষে বিক্ষোভকারীরা বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান ওরফে শামীমকে হাতিয়ায় অবাঞ্ছিত ঘোষণা করে তাঁর কুশপুত্তলিকা দাহ করেন।

অন্যদিকে একই দিন দুপুর ১২টার দিকে হাতিয়া উপজেলা যুবদলের নবঘোষিত কমিটির আহ্বায়ক ইসমাইল হোসেন ও সদস্যসচিব ফাহিম উদ্দিনের নেতৃত্বে মাহবুবুর রহমান শামীমের অনুসারীরা পাল্টা আরেকটি বিক্ষোভ মিছিল করেন। তাঁরা এ সময় দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তবে এ নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে বক্তব্য জানার জন্য বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। ফলে বিষয়টি নিয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি। পরে একই বিষয়ে জানতে চাইলে জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম প্রথম আলোকে বলেন, ঘোষিত কমিটির বিপক্ষে বিক্ষোভের বিষয়টি তিনি শুনেছেন। কমিটি ঘোষণা করা হয়েছে কেন্দ্র থেকে। কেন্দ্রের সিদ্ধান্তই চূড়ান্ত।

প্রসঙ্গত, গত মঙ্গলবার কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে হাতিয়া উপজেলা ও হাতিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, মো. ইসমাইল হোসেনকে আহ্বায়ক ও ফাহিম উদ্দিনকে সদস্যসচিব করে হাতিয়া উপজেলা যুবদলের কমিটি এবং মোমিন উল্যাহকে আহ্বায়ক এবং কাউসার মোস্তফাকে সদস্যসচিব করে পৌরসভা যুবদলের কমিটি ঘোষণা করা হয়।