মোটরসাইকেল দুর্ঘটনা কমাতে যুবকদের ব্যতিক্রমী উদ্যোগ

ঈদের ছুটিতে বিনোদনের খোঁজে এলাকার কিশোর-তরুণেরা মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে যান। অনেক সময় বেপরোয়া গতির কারণে ঘটে নানা দুর্ঘটনা। এবারের ঈদের ছুটিতে এলাকার কিশোর-তরুণ-যুবকেরা যেন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার না হন, সে জন্য এলাকায় তিন দিনব্যাপী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের যুবসমাজ এ আয়োজন করেছে। ইউনিয়নের জামুর ইসলামিয়া কলেজের খেলার মাঠে এ অনুষ্ঠান চলে। গত বৃহস্পতিবার শুরু হওয়া এ অনুষ্ঠান শনিবার রাত ৯টায় শেষ হবে।

গতকাল শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা যায়, খেলার মাঠজুড়ে শিশুদের হরেক রকমের খেলার দোকানসহ দোলনা বসানো হয়েছে। আছে জাদু প্রদর্শনী। প্রদর্শন করা হচ্ছে প্রামাণ্যচিত্র। মেলার আকর্ষণ ফুচকা ও পানের দোকান।

মেলার আয়োজন কমিটির সভাপতি মো. মোখলেছার রহমান। তিনি কুসুম্বি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি বলেন, ঈদ উৎসব এলেই অভিভাবকদের মধ্যে একটি বাড়তি চিন্তা কাজ করে। ছেলেরা মোটরসাইকেল নিয়ে বের হয়ে যান। গত পাঁচ বছরে ঈদের ছুটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় এলাকার ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। কিশোর-তরুণেরা বাইরে না গিয়ে যেন এলাকাতেই থাকেন, সে জন্য এ আয়োজন। গ্রামের যেসব তরুণ-যুবক মোটরসাইকেল নিয়ে বেশি দাপিয়ে বেড়ান, তাঁদের মেলা কমিটিতে যুক্ত করা হয়েছে।

জামুর ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ঈদুল ফিতরের এই উৎসবে গ্রামের অনেক মেয়ে তাঁদের স্বামী-সন্তানদের নিয়ে বাবার বাড়িতে আসেন। তিন দিনব্যাপী এই ঈদ পুনর্মিলনী মেলায় গ্রামের নারী-পুরুষেরা আনন্দে মেতেছিলেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, ঈদুল ফিতর উৎসবে গত তিন দিনে উপজেলার কুসুম্বি ইউনিয়ন থেকে কোনো মোটরসাইকেল দুর্ঘটনার খবর তাঁদের কাছে আসেনি। জামুর ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের খেলার মাঠে ঈদ পুনর্মিলনকে ঘিরে স্থানীয় যুবসমাজের এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে।