চট্টগ্রাম নগরে মশাল ও কেরোসিনসহ বিএনপির দুই নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। স্থানীয় ছাত্রলীগ ও শ্রমিক লীগ নেতা-কর্মীরা তাঁদের পুলিশে সোপর্দ করে।
আটক দুজন হলেন, চট্টগ্রাম নগরের দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও কর্মী মো. মাইনুদ্দিন। রোববার সন্ধ্যা ৭টার দিকে তাঁদের আটক করে ডবলমুরিং থানা-পুলিশ।
পুলিশ জানায়, আগ্রাবাদ জাম্বুরি মাঠের পাশে মশাল ও কেরোসিনসহ ওই দুই ব্যক্তি অবস্থান নেয়। তাঁরা সেখানে দাঁড় করিয়ে রাখা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করছিল। এ সময় স্থানীয় ছাত্রলীগ ও শ্রমিক লীগ নেতা-কর্মীরা তাঁদের আটক করে। পরে ঘটনাস্থলের পাশে থাকা পুলিশের একটি দলের কাছে তাঁদের সোপর্দ করা হয়।
এই ঘটনার প্রতিবাদে আগ্রাবাদ ও আশপাশের এলাকায় বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ছাত্রলীগ ও শ্রমিক লীগ নেতারা।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী বলেন, বাসে আগুন দেওয়ার চেষ্টা করছিলেন মিজানুর রহমান ও কর্মী মো. মাইনুদ্দিন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।