মৃত্যু
প্রতীকী ছবি

কুমিল্লার লালমাইয়ে ঘূর্ণিঝড় ‘মিধিলি’র আঘাতে ঘরের ওপর গাছ পড়ে ঘুমন্ত অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের ধানোরা গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন ধানোরা গ্রামের বাসিন্দা মো. ইয়াসিন (৪৫) এবং পার্শ্ববর্তী বাড়ির আনোয়ারা বেগম (৭০)। গতকাল শনিবার বিকেলে জানাজা শেষে তাঁদের দাফন করা হয়েছে বলে জানিয়েছেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌমিতা দাস।

আরও পড়ুন

ঝড়ে সাতজনের মৃত্যু, ফসলের ব্যাপক ক্ষতি

এলাকাবাসী জানান, ইয়াসিন তাঁর মেয়েকে নিয়ে ভাইয়ের বাড়িতে থাকতেন। শুক্রবার রাত ১০টার দিকে ঘূর্ণিঝড়ের আঘাতে টিনের ঘরের ওপর গাছ ভেঙে পড়লে ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। একই দিন রাত ৩টার দিকে গাছ ভেঙে ঘরের ওপর পড়লে আনোয়ারা বেগমের মৃত্যু হয়।

ইউএনও মৌমিতা দাস বলেন, ঘূর্ণিঝড়ের সময় ঘরের ওপর গাছ ভেঙে পড়লে ঘুমন্ত অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছেন। তবে ঘূর্ণিঝড়ের কারণে ওই এলাকায় বিদ্যুৎ না থাকায় এবং মুঠোফোন নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ায় খবরটি গতকাল বিকেলে জানতে পেরেছেন। খবর পাওয়ার পর নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁদের বাড়িতে যান। দুই পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

গাছের ডাল ভেঙে পড়ে তিনজনের মৃত্যু