‘ট্রাফিক পরিদর্শকের ধাওয়ায়’ অটোরিকশা খাদে পড়ে ব্যবসায়ী নিহত

কুমিল্লা জেলার মানচিত্র

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় অটোরিকশা খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কে ট্রাফিক পুলিশের ধাওয়া খেয়ে অটোরিকশার ওই যাত্রী নিহত হয়েছেন বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। ওই যাত্রীর নাম মহিউদ্দিন (৩২)। তিনি একজন শুঁটকি ব্যবসায়ী।

বুধবার বেলা পৌনে একটার দিকে কোম্পানীগঞ্জ বাজারের কাছে বন বিভাগের অফিসের সামনে এ ঘটনা ঘটে। এতে দুই নারীসহ আহত হয়েছেন তিনজন। এ সময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। বেলা দুইটায় হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত মহিউদ্দিনের বাড়ি কুমিল্লার দেবীদ্বার পৌরসভার ভিংলাবাড়ি এলাকায়। তিনি ওই এলাকার আলমাস মিয়ার ছেলে। তাঁর দুই বছরের এক মেয়েসন্তান রয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেন দেবীদ্বারের ট্রাফিক পরিদর্শক তারিকুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ‘অটোরিকশাকে ধাওয়া দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। আমি নিয়মানুযায়ী সেখানে বিভিন্ন যানবাহনের কাগজপত্র পরীক্ষা করছিলাম। সড়ক দুর্ঘটনা বা নিহতের বিষয়ে আমি কিছু জানি না।’

হাইওয়ে পুলিশের মিরপুর ফাঁড়ির পরিদর্শক আলমগীর হোসেন বলেন, ‘একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে গেলে একজন যাত্রী নিহত হয়েছেন। আমরা অটোরিকশাটি উদ্ধার করেছি। এলাকাবাসী ও স্বজনদের অভিযোগ তদন্ত করে দেখব।’

জেলা পুলিশ সুপার আবদুল মান্নানের দাবি, ওই এলাকায় ট্রাফিক পুলিশ কোনো অটোরিকশা ধাওয়া করেনি। কোম্পানীগঞ্জ বাজারের উত্তর দিক থেকে অটোরিকশাটি বাস টার্মিনাল এলাকায় আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বন বিভাগের অফিসের ফটকের সঙ্গে ধাক্কা খায়। এতে এক ব্যক্তি নিহত হন।

স্থানীয় একাধিক সূত্র জানায়, বুধবার বেলা পৌনে একটার দিকে কোম্পানীগঞ্জ বাস টার্মিনালের উত্তর পাশে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কে বিভিন্ন যানবাহনের কাগজপত্র পরীক্ষা করছিলেন ট্রাফিক পরিদর্শক তারিকুল ইসলাম। এ সময় যাত্রীবাহী একটি অটোরিকশাকে থামাতে বললে চালক সেই নির্দেশ না মেনে চলে যেতে থাকেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই ট্রাফিক পরিদর্শক মোটরসাইকেলে করে অটোরিকশাটিকে পেছন থেকে ধাওয়া করেন। চালক দ্রুতগতিতে পালাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বন বিভাগের ফটকে ও গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায় অটোরিকশাটি। এতে যাত্রী মহিউদ্দিন নিহত ও তিনজন আহত হন।

মহিউদ্দিনের চাচাতো ভাই সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ব্রাহ্মণবাড়িয়া শহরে শুঁটকি ব্যবসায়ীদের কাছ থেকে পাওনা টাকা আদায় করে অটোরিকশায় করে বাড়িতে ফিরছিলেন তাঁর ভাই। পথে এই দুর্ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ বাজার সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডের লাইনম্যান আমির হোসেন বলেন, বুধবার ট্রাফিক পরিদর্শকের নেতৃত্বে মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী নম্বরবিহীন অটোরিকশার বিরুদ্ধে অভিযানে চলে। এ সময় ট্রাফিক পুলিশ ধাওয়া দিয়ে ৫-৬টি অটোরিকশা আটক করে। এর মধ্যে এক চালক অটোরিকশা নিয়ে পালানোর সময় দুর্ঘটনা ঘটে।