পিরোজপুরে উৎসবমুখর শিখো-প্রথম আলো কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

পিরোজপুরে কৃতী সংবর্ধনায় যোগ দিতে আসা শিক্ষার্থীরা মেতেছে আনন্দ উৎসবে
ছবি: প্রথম আলো

পিরোজপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান চলছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানটি শুরু হয়। কৃতী শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাসে মুখর মিলনায়তন।

দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় জিপিএ-৫ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এবারের উৎসবটি পাওয়ার্ড বাই ‘বিকাশ’। সহযোগিতা করছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা। পিরোজপুরে এই উৎসবে অংশ নিচ্ছে প্রায় ৩০০ কৃতী শিক্ষার্থী।

নিবন্ধন করা শিক্ষার্থীরা সকাল আটটা থেকে সারিবদ্ধভাবে বুথ থেকে ক্রেস্ট ও স্ন্যাকস বক্স সংগ্রহ করে। সম্মাননা ক্রেস্ট পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা। এ সময় তারা সেলফি ও বন্ধুদের সঙ্গে ফটোবুথে ছবি তোলে। অনেক দিন পর বন্ধুদের পেয়ে আড্ডা জমে যায়।

সকাল আটটায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হওয়ার আগেই শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে হাজির হয় চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসা থেকে জিপিএ-৫ পাওয়া ভান্ডারিয়া উপজেলার ইকড়ি গ্রামের মো. জুবায়ের। সে বলে, ‘ভোরে ঘুম থেকে উঠেই পিরোজপুরের উদ্দেশে রওনা দিয়েছি। অনেক দিন ধরে অপেক্ষা করেছি, কবে আজকের দিনটি আসবে। দিনটি আমাদের স্বীকৃতির দিন।’

সংবর্ধনায় যোগ দিতে এসে খুলনা পাবলিক কলেজের ছাত্র তাহসিন হাবিব বলে, ‘জিপিএ-৫ পাওয়ার পর প্রথম আলো-শিখো থেকে সংবর্ধনা পাচ্ছি। এই ভালোলাগার অনুভূতি প্রকাশ করে বোঝানো যাবে না। এখানে এসে বন্ধুদের পেয়ে ভালো লাগছে।’

সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়
ছবি: প্রথম আলো

ভান্ডারিয়া উপজেলার নয়াখালী মাটিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী মুসফিকা ইসলাম, তিশা আক্তার, মারজান আক্তার, সুমাইয়া আক্তার ও মাহিয়া সুলতানা দল বেঁধে এসেছে। মুসফিকা ইসলাম বলে, ‘আমরা বন্ধুরা মিলে এসেছি। ফটোবুথে ছবি তুলেছি। এখানে এসে ভালো লাগছে। এ ধরনের অনুষ্ঠানে আগে কখনো আসা হয়নি। আজকের দিনটি আমাদের আনন্দের দিন হয়ে থাকবে।’

সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। প্রথম আলো বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর পিরোজপুর প্রতিনিধি এ কে এম ফয়সাল। শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে আছেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ আলী আজম ও ইংরেজি বিভাগের প্রভাষক মো. হাবিবুল্লাহ হাওলাদার, পিরোজপুর আফতাবউদ্দিন কলেজের উপাধ্যক্ষ মো. লুৎফর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী ও পিরোজপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক মৌমিতা সরকার।

সংবর্ধনা অনুষ্ঠানের অতিথিদের বক্তব্যর ফাঁকে ফাঁকে থাকছে কৃতী শিক্ষার্থী ও পিরোজপুর বন্ধুসভার সদস্যদের অংশগ্রহণে গান, নাচ ও কবিতা আবৃত্তি। দিনব্যাপী এই সংবর্ধনায় শিক্ষার্থীদের জন্য ক্রেস্ট, সার্টিফিকেট, প্রথম আলো ই-পেপার (১ মাস) ও চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন, শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স, ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস বক্স।