কুমিল্লায় যুবদলের মিছিলে পুলিশের লাঠিপেটা ও ১০ জনকে আটক

আটক কয়েকজনকে নিয়ে যাচ্ছে পুলিশ। শুক্রবার বিকেলে কুমিল্লা শহরের কান্দিপাড় এলাকায়
ছবি: প্রথম আলো

যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম ওরফে মুন্নাকে গ্রেপ্তারের প্রতিবাদে ও তাঁর মুক্তির দাবিতে কুমিল্লায় আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে লাঠিপেটা করেছে পুলিশ।

শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় নগরের কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ সড়কের বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। মহানগর ও দক্ষিণ জেলা যুবদল আয়োজিত এ কর্মসূচি থেকে পুলিশ অন্তত ১০ জনকে আটক করেছে বলে নেতারা দাবি করেছেন।

আটক ব্যক্তিরা হলেন—২৫ নম্বর ওয়ার্ডের যুবদলের কর্মী লইপুরা এলাকার মেহেদী হাসান, শামুকসার এলাকার সাঈদ শুভ, সদর দক্ষিণ উপজেলা যুবদলের কর্মী সূর্যনগর এলাকার নাসির উদ্দিন, চান্দিনা উপজেলার ভোমরকান্দি গ্রামের যুবদল কর্মী মো. নাসিম, কুমিল্লা নগরের ২৪ নম্বর ওয়ার্ডের প্রান্ত, কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকার সিয়াম মিয়া, মহানগর যুবদল কর্মী ইশতিয়াক আহমেদ, জাহিদুল ইসলাম, মো. রোমান ও মো. রুবেল।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান প্রথম আলোকে বলেন, উসকানি ছাড়াই যুবদলের মিছিল থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হবে।

যুবদলের একাধিক নেতা জানিয়েছেন, শুক্রবার বিকেলে নগরের লাকসাম সড়ক এলাকা থেকে যুবদলের নেতা–কর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে আসেন। এ সময় পুলিশ দলীয় কার্যালয়ের উত্তর পাশে সড়কে অবস্থান নেয়। একপর্যায়ে পুলিশ মিছিলে বাধা দিলে নেতা–কর্মীদের জটলা থেকে কেউ একজন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। তখন পুলিশ বেধড়ক লাঠিপেটা করে। পরে যুবদলের নেতা–কর্মীরা ভিক্টোরিয়া কলেজের সামনের সড়ক পেরিয়ে চলে যান।

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘পুলিশ যুবদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে লাঠিপেটা করেছে। পরে আবার আমাদের ১০ জন কর্মীকে গ্রেপ্তার করেছে।’