বাগাতিপাড়ায় ভোটকেন্দ্রের পাশে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ

জেলা পরিষদ নির্বাচন

নাটোর জেলা পরিষদ নির্বাচনে বাগাতিপাড়ায় ভোটকেন্দ্রের পাশে আওয়ামী লীগের সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। আজ বেলা পৌনে ১১টার দিকে বাগাতিপাড়া উপজেলার প্যারাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে মারধরের ঘটনা ঘটে।

ওই ছাত্রদল নেতার নাম মাহফুজুর রহমান। তিনি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও বিএনপির সদস্য প্রার্থী সেলিম রেজার সমর্থক। মাহফুজুর রহমানের অভিযোগ, আওয়ামী লীগের সদস্য প্রার্থী বেলাল হোসেনের কর্মী-সমর্থকেরা তাঁকে মারধর করেছেন।

মাহফুজুর বলেন, বেলা পৌনে ১১টার দিকে প্যারাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে বেলাল হোসেনের কয়েকজন সমর্থকের সঙ্গে সেলিম রেজার সমর্থকদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এ সময় তিনিও সেখানে উপস্থিত ছিলেন। একপর্যায়ে বেলাল হোসেনের সমর্থকেরা তাঁকে মারধর শুরু করেন। তবে তাৎক্ষণিকভাবে কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা এসে তাঁকে উদ্ধার করেন।

অভিযোগের বিষয়ে বেলাল হোসেন বলেন, তাঁর কোনো কর্মী বা সমর্থক এ ঘটনার সঙ্গে জড়িত নন।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বিএনপির প্রার্থীর সমর্থককে মারধরের বিষয়ে তিনি কিছু জানেন না। এ বিষয়ে তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।

জেলার অন্য কেন্দ্রগুলোতে ইভিএমে হাতের আঙুলের ছাপ না মেলায় অনেকেই বিড়ম্বনায় পড়ছেন।দীঘাপতিয়া এমকে ডিগ্রী কলেজ কেন্দ্রে
ছবি: প্রথম আলো

এ ছাড়া জেলার অন্য কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে বলে জানা গেছে। তবে অধিকাংশ কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম। আজ সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।

সকাল থেকে বেলা ১১টার মধ্যে প্যারাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৮০ জন ভোটারের মধ্যে ৬৯ জন ভোট দেন। এর আগে সকাল থেকে সদর উপজেলার দীঘাপতিয়া এমকে ডিগ্রি কলেজ কেন্দ্রে অবস্থান করে দেখা যায়, সেখানে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। তবে ইভিএমে হাতের আঙুলের ছাপ না মেলায় অনেকেই বিড়ম্বনায় পড়ছেন। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ওই কেন্দ্রে ১৪৪টি ভোটের মধ্যে ৪৪টি ভোট পড়েছে। একই সময় বড়াইগ্রাম কেন্দ্রে ১২৪টি ভোটের মধ্যে ৩০টি ভোট পড়েছে। নলডাঙ্গা উপজেলায় ৭৯টি ভোটের মধ্যে ২৮টি ভোট পড়েছে। সিংড়ায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। তবে সেখানেও ভোটারদের উপস্থিতি কম।