আড়াইহাজারে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে পুলিশসহ আহত ২০

নারায়ণগঞ্জ জেলার মানচিত্র

নারায়ণগঞ্জের আড়াইহাজারের দুটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে ভুলতা বিশনন্দী সড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আটটি রাবার বুলেট ছুড়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের উজানগোপিন্দী-বিনাইরচর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ছয়জন পুলিশ সদস্য ও একজন সাংবাদিক। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আশরাফুল আমিন প্রথম আলোকে জানান, সংঘর্ষের ঘটনায় বিকেল ৫টা পর্যন্ত ৬ পুলিশ সদস্য, ৫ গ্রামবাসীসহ অন্তত ১১ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সংঘর্ষের সময় আহত আরও আট–নয়জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

আহত ব্যক্তিদের মধ্যে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক, পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম, উপপরিদর্শক মো. আরিফ, কনস্টেবল রফিকুল ইসলাম, আলমগীর হোসেন, নজরুল ইসলাম, স্থানীয় সংবাদকর্মী শাহজাহান কবির, ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য আবদুর রহিম, স্থানীয় বাসিন্দা রিপন মিয়া, মো. সাকিব, মিথুন কাজী, আবদুল খালেক ও রেজাউল ইসলামের নাম জানা গেছে। তাৎক্ষণিকভাবে বাকিদের নাম জানা যায়নি।

এর মধ্যে ওসি আজিজুল হক পেটে ইটের আঘাত পেয়েছেন। আর পরিদর্শক সাইফুল ইসলাম আঘাত পেয়েছেন হাঁটুতে। সংঘর্ষে ইন্ধন দেওয়ার অভিযোগে ইউপি সদস্য আবদুর রহিম ও রিপন মিয়া নামের স্থানীয় এক বাসিন্দাকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শনিবার রাতে ছোট বিনাইর চর দারুল উলুম মাদ্রাসায় ওয়াজ মাহফিল হচ্ছিল। সেখানে ছোট বিনাইরচর গ্রামের এক বাক্‌প্রতিবন্ধী ছেলেকে উজানগোপিন্দী গ্রামের লোকজন মারধর করেন। এ নিয়ে গত রোববার দিনভর ছোট বিনাইরচর ও উজানগোপিন্দী গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা চলছিল। এর মধ্যে আজ দুপুরে ছোট বিনাইরচর গ্রামের মঞ্জুর কাজীর ছেলে মিথুন কাজী স্মার্ট কার্ড আনার জন্য উজানগোপিন্দী উচ্চবিদ্যালয়ে গেলে সেখানে স্থানীয় ব্যক্তিরা তাঁকে মারধর করেন। এ ঘটনা জানাজানি হলে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ভুলতা বিশনন্দী সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে খবর পেয়ে আড়াইহাজার থানার ওসি আজিজুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজিত লোকজন পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে ওসিসহ ছয়জন পুলিশ সদস্য ও একজন সংবাদকর্মী আহত হন।

বিকেল চারটায় আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষ ঠেকাতে পুলিশ আটটি রাবার বুলেট ছুড়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।