বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোটারের দীর্ঘ সারি, ইভিএমের ধীরগতিতে অসন্তোষ

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে খয়ের উদ্দিন সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে সকাল সাড়ে আটটার দিকে ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়ছবি: প্রথম আলো

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোটারদের দীর্ঘ সারি থাকলেও ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণের প্রক্রিয়া ধীরে হচ্ছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত একাধিক কেন্দ্রের সামনে গিয়ে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। তবে দুপুর পর্যন্ত কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।

দুপুর সাড়ে ১২টার দিকে বকশীগঞ্জ উত্তর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, তীব্র রোদের মধ্যে নারী ও পুরুষের দীর্ঘ সারি। বেশ ধীরগতিতে ভোট গ্রহণ হওয়ায় দীর্ঘ সময় ধরে ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন।

মণ্ডল আলী নামের একজন ভোটার সকাল সাড়ে আটটার দিকে ভোট দিতে বকশীগঞ্জ উত্তর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আসেন। তিনি বলেন, ‘খুব আস্তে আস্তে ভোটার টানে। একটি ভোট দিতে ৭ থেকে ১০ মিনিট সময় লাগছে। তিন ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। কিন্তু ভোট দিতে পারি নাই।’

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. ফরিদুজ্জামান বলেন, এখানে মোট ভোটার ১ হাজার ৯৪১ জন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৫৬১টি ভোট গ্রহণ হয়েছে। ধীরগতি সম্পর্কে তিনি বলেন, এখানে এবারই প্রথম ইভিএমে ভোট হচ্ছে। ফলে লোকজনের ইভিএম সম্পর্কে তেমন ধারণা নেই। ফলে তাঁদের বুঝিয়ে দিয়ে ভোট নিতে হচ্ছে। এ কারণে দেরি হচ্ছে বলে জানান প্রিসাইডিং কর্মকর্তা।

দুপুর ১২টার দিকে কেয়ামত উল্লাহ সরকারি কলেজ কেন্দ্রে গিয়েও একই অবস্থা দেখা যায়। ভোটারদের দীর্ঘ সারি। কিন্তু ভোট গ্রহণ খুব ধীরগতিতে হচ্ছিল। এই কেন্দ্রের কয়েকজন ভোটার ক্ষোভ প্রকাশ করে বলেন, সকাল সকাল ভোট দিতে এসেছেন তাঁরা। কিন্তু দুপুর হয়ে আসছে। এখনো ভোট দিতে পারেননি। খুবই কষ্ট হচ্ছে।

বকশীগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ১২টি ভোটকেন্দ্রের ১০৯টি কক্ষে ভোট গ্রহণ চলছে। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৩৫ হাজার ৫১৮। নির্বাচনে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৭ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র পদের প্রার্থী হলেন পৌর যুবলীগের আহ্বায়ক ও বর্তমান মেয়র মো. নজরুল ইসলাম সওদাগর (জগ প্রতীক), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার (মুঠোফোন প্রতীক), উপজেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সদস্যসচিব মো. ফকরুজ্জামান ওরফে মতিন (নারকেলগাছ প্রতীক) ও উপজেলা তাঁতী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন (রেল ইঞ্জিন প্রতীক)।

বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার প্রথম আলোকে বলেন, বিপুলসংখ্যক ভোটার লাইনে দাঁড়িয়ে ঠেলাঠেলি করে বুথের প্রবেশমুখে ভিড় করছেন। সম্ভবত এ কারণে কিছু কিছু কেন্দ্রে ভোট গ্রহণ ধীরগতিতে হচ্ছে। একটি কেন্দ্রের কয়েকটি ইভিএম মেশিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, সেগুলো দ্রুত ঠিক করা হয়েছে।