দিনাজপু‌রে গোর-এ-শহীদ ময়দানে লাখো মুসল্লির ঈদের নামাজ

আজ সোমবার সকাল সাড়ে ৮টায় দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছেছবি: প্রথম আলো

দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা সামশুল আলম কাশেমী। ঈদের জামাতের আয়োজকদের দাবি, এবার এই ময়দানে তিন লক্ষাধিক মুসল্লি ঈদের নামাজ আদায় করেছেন।

এ ময়দানে নামাজ আদায় করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য ইকবালুর রহিম, দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল প্রমুখ।

ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে
ছবি: প্রথম আলো

আজ সকাল থেকে দিনাজপুরের বিভিন্ন এলাকার মুসল্লিরা ঈদগাহে আসতে থাকেন। সকাল পৌনে সাতটায় পার্বতীপুর থেকে এবং সকাল সোয়া সাতটায় ঠাকুরগাঁও থেকে বিশেষ ট্রেনে করে মুসল্লিরা দিনাজপুর রেলস্টেশনে পৌঁছান। পরে তাঁরা ময়দানে ঈদের জামাতে শরিক হন। মেঘাচ্ছন্ন আকাশ ও ঠান্ডা বাতাসের মধ্যে নির্ধারিত সময়ের আট মিনিট পর ঈদের নামাজ শুরু হয়।

পার্বতীপুর থেকে এখানে নামাজ আদায় করতে আসেন সিরাজুল ইসলাম। তিনি বলেন, এবার দিয়ে চারবার এই মাঠে ঈদের নামাজ আদায় করলেন। এত বেশিসংখ্যক মানুষের সঙ্গে ঈদের নামাজ পড়ে প্রশান্তি লাগে। মনের মধ্যে অন্য রকম অনুভূতি কাজ করে। নিশ্চয়ই আল্লাহ কারও না কারও অছিলায় তাঁদের দোয়া কবুল করবেন।
নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, পশু কোরবানির কারণে মুসল্লি কিছুটা কম হলেও এবার একসঙ্গে তিন লক্ষাধিক মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।

ঈদের জামাতে অংশ নেন লাখো মুসল্লি। আজ সোমবার সকালে দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে
ছবি: প্রথম আলো