স্বাস্থ্য খাতে কোনো দুর্নীতি-অবহেলা সহ্য করা হবে না: হুইপ ইকবালুর রহিম

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় বক্তব্য দিচ্ছেন হুইপ ইকবালুর রহিম। মঙ্গলবার দুপুরে হাসপাতালের মিলনায়তনে
ছবি: প্রথম আলো

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের মানুষকে ভালো রাখতে সব সরকারি হাসপাতালে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছে। উন্নত সেবার লক্ষ্যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়েছে। এ খাতে কোনো ধরনের দুর্নীতি ও অবহেলা সহ্য করা হবে না।

আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির ২৩তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে দিনাজপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে ব্যবস্থাপনা কমিটির সভায়ও বক্তব্য দেন তিনি।

হুইপ ইকবালুর রহিম বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অঙ্গীকার ছিল। বিগত বিএনপি-জামায়াত সরকারের আমলে হাসপাতালে বিনা চিকিৎসায় মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। বর্তমান সরকার চিকিৎসা খাতকে উন্নত করেছে। এখন অনেক ক্ষেত্রেই চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন পড়ে না। সব ধরনের চিকিৎসাসেবা দেশেই পাচ্ছে মানুষ। এমনকি করোনাকালে বিনা মূল্যে মানুষকে করোনার টিকা সরবরাহ করা হয়েছে।

চিকিৎসকদের উদ্দেশে ইকবালুর রহিম বলেন, যেসব চিকিৎসা ও অস্ত্রোপচার স্থানীয়ভাবে সরকারি হাসপাতালে সম্ভব, তা সরকারি হাসপাতালেই সম্পন্ন করবেন। চিকিৎসা নিতে আসা মানুষদের সঙ্গে দায়িত্বশীল আচরণ করবেন। এ সময় করোনাকালে ভূমিকা রাখার জন্য চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

পৃথক দুই সভায় অন্যান্যের মধ্যে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ মোমেনুল হক, উপাধ্যক্ষ সৈয়দ নাদির হোসেন, হাসপাতালের পরিচালক কাজী শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ফজলুর রহমান, আবাসিক চিকিৎসা কর্মকর্তা পারভেজ সোহেল রানা, ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।