জামালপুরে ঘুষ-দুর্নীতির বিষয়ে বক্তব্য জানতে গিয়ে দুই সাংবাদিক লাঞ্ছিত
জামালপুরের মেলান্দহ উপজেলার চরবাণী পাকুরিয়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা ছানাউল ইসলামের বিরুদ্ধে ঘুষ নেওয়া, দুর্নীতি ও ভূমিসেবা গ্রহীতাদের সঙ্গে অসদাচরণের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের বিষয়ে দুই সাংবাদিক বক্তব্য জানতে গেলে তাঁদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন তিনি।
এ বিষয়ে গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে সাংবাদিকেরা মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।
লাঞ্ছনার শিকার দুই সাংবাদিক হলেন আজকের পত্রিকার মেলান্দহ উপজেলা প্রতিনিধি রকিব হাসান ও ভোরের কাগজের মেলান্দহ উপজেলা প্রতিনিধি সাকিব আল হাসান। গতকাল দুপুর ১২টার দিকে চরবাণী পাকুরিয়া ইউনিয়ন ভূমি কার্যালয়ে গিয়ে অভিযুক্ত ছানাউল ইসলামের বক্তব্য জানতে গিয়ে তাঁরা শারীরিক লাঞ্ছনার শিকার হন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভূমি কর্মকর্তা ছানাউল ইসলাম মুঠোফোনে বলেন, ‘আমার সঙ্গে কোনো ঘটনা ঘটেনি।’এ কথা বলেই ফোনের লাইন কেটে দেন তিনি।
সাংবাদিক রকিব হাসান প্রথম আলোকে বলেন, ‘বুধবার দুপুরে ওই ভূমি কার্যালয়ের সামনে দিয়ে মেলান্দহ পৌর শহরের যাচ্ছিলাম। এ সময় দেখি, ওই কার্যালয়ের সামনে মানুষের জটলা। সেখানে জমিসংক্রান্ত ও ঘুষ কেলেঙ্কারি নিয়ে বাগ্বিতণ্ডা চলছে। পরে ওই কার্যালয়ে যাই। ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারি, দুর্নীতি, অসদাচরণ ও দরজা বন্ধ করে সেবা দেওয়ার বিষয়ে তাঁর কাছে জানতে চাই। এ সময় তিনি উত্তেজিত হয়ে পড়েন। নানা রকম অসদাচরণ করতে থাকেন। একপর্যায়ে তিনি চেয়ার থেকে উঠে আমাদের শরীরে আঘাত করেন এবং ধাক্কা দিয়ে কক্ষ থেকে বের করে দেন।’
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম মিঞা বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।