জামালপুরে প্রশাসনের আশ্বাসে সাড়ে তিন ঘণ্টা পর সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা
স্থানীয় প্রশাসনের আশ্বাসে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে জামালপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি প্রত্যাহার হওয়ায় আবারও ওই সড়কে যান চলাচল শুরু হয়েছে। আজ রোববার দুপুর ১২টা ৫০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের দয়াময়ী এলাকায় এ কর্মসূচি চলে।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেপ্তার না করা, আদালত থেকে দ্রুত জামিন পাওয়া, ঝটিকা মিছিলের প্রতিবাদ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের দ্রুত বিচারের দাবি ও স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা দুপুর ১২টার দিকে জামালপুর শহরের ফৌজদারি মোড় থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে দয়াময়ী এলাকায় সড়ক অবরোধ করে। শহরে ঢোকার ত্রিমুখী সড়কে আন্দোলনকারীরা বসে পড়েন। এ সময় স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।
রোববার বিকেলে জেলা প্রশাসনের পক্ষে জামালপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আবদুল্লাহ বিন-রশিদ ঘটনাস্থলে যান। আন্দোলনকারীদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধানের আশ্বাস দেন। পরে বিকেল চারটার দিকে আন্দোলনকারীরা তাঁদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, ‘ছাত্রদের দাবিগুলো শুনেছি। ছাত্ররা তাঁদের আন্দোলন প্রত্যাহার করেছেন। তাঁদের সঙ্গে বসে সব বিষয়ের সমাধান করা হবে। এ ছাড়া আসামিদের দ্রুত গ্রেপ্তার ও কেউ যাতে আইনের কোনো ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারেন, এই বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে বসে সমাধান করা হবে।’