ড্রেজারের অপর এক শ্রমিক মনির হোসেন বলেন, তাঁদের খননযন্ত্রবাহী কার্গোটি বালু পরিবহনের জন্য স্টিলব্রিজের কাছে অপর একটি কার্গোর কাছে নোঙর করার চেষ্টা করে। এ সময় দুটি নৌযানের ধাক্কা লাগে। তখন মাথায় আঘাত পেয়ে খালে পড়ে যান জাকির। এরপর তাঁকে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোরেলগঞ্জের স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ বলেন, খবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে তল্লাশি শুরু করেন। পরে খুলনা থেকে এসে উদ্ধারকাজে যোগ দেয় ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। তারা খালের ওই এলাকায় তল্লাশি করে বেলা পৌনে দুইটার দিকে পানির নিচ থেকে লাশটি উদ্ধার করেন। শ্রমিকের পরিবারের লোকজন ঘটনাস্থলে ছিলেন।