সাদা পাথর এলাকা নামে পরিচিত ধলাই নদের উৎসমুখ। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে
ফাইল ছবি

সিলেটের সাদা পাথর পর্যটনকেন্দ্রে চার বন্ধু মিলে বেড়াতে এসে পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা তিনটার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন স্পটে এ ঘটনা ঘটে। ওই চারজন ঢাকা মগবাজার থেকে বেড়াতে এসেছিলেন। নিহত তরুণের নাম জয় গাইন (২১)। তিনি সাতক্ষীরার গোবিনাথপুর গ্রামের রানা গাইনের ছেলে।

আরও পড়ুন

ভ্রমণের জন্য সঞ্চয় করবেন কীভাবে

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত জয়সহ চার বন্ধু মিলে ঢাকার মগবাজার থেকে সিলেটে বেড়াতে এসেছিলেন। দুপুরের দিকে তাঁরা ভোলাগঞ্জ পৌঁছে নৌকা নিয়ে সাদা পাথর পর্যটনকেন্দ্রে যান। বেলা তিনটার দিকে জয়সহ অন্যরা সাদা পাথরে স্রোতের পানিতে গোসল করছিলেন। একপর্যায়ে হঠাৎ তলিয়ে যান জয়। এ সময় আশপাশে থাকা লোকজন চেষ্টা চালিয়ে বেলা সোয়া তিনটার দিকে তাঁকে সাদা পাথর পর্যটন স্পট এলাকার ঢলাই নদের উৎসমুখ থেকে উদ্ধার করেন। পরে সঙ্গে সঙ্গে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সাকেরা খাতুন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই জয়ের মৃত্যু হয়েছে। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোর রায় বলেন, সাদা পাথর পর্যটনকেন্দ্রে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে ২ জুলাই সাদা পাথরে বেড়াতে আসা এক পর্যটক পানিতে ডুবে মারা গিয়েছিলেন। গত শুক্রবার সিলেটের আরেক পর্যটনকেন্দ্র জাফলং জিরো পয়েন্ট এলাকায় আরেক পর্যটক পানিতে ডুবে মারা যান।