রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

খুন
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে বিরোধে মেহেদী হাসান (১৬) নামে এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই বিদ্যালয়ের আরও তিন শিক্ষার্থী আহত হয়েছে। আজ শনিবার দুপুরে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

মেহেদী হাসান (১৬) উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বলাইখা গ্রামের সফিকুল ইসলামের ছেলে। আহত শিক্ষার্থীরা হলো মো. রিপ্তী (১৭), শিমুল (১৬) ও অনিক (১৭)। রিপ্তী রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুবায়েদ হাসানের ছোট ভাই। তৎক্ষণিকভাবে আহত অন্যদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তারা সবাই ভুলতা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। ৩০ এপ্রিল শুরু হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় তাদের অংশ নেওয়ার কথা।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, হতাহত সবার এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। আজ বিদ্যালয়ে তাদের একটি মডেল টেস্ট চলছিল। শিক্ষার্থীরা বিদ্যালয়ে থাকা অবস্থায় ১৬ ও ১৭ বছর বয়সী আরেক দল সহপাঠী তাদের বিদ্যালয় থেকে ডেকে নিয়ে যায়। পরে বিদ্যালয়ের সামনেই এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করে। এ সময় নিহত শিক্ষার্থীর আরও তিন বন্ধু আহত হয়েছে। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আতাউর রহমান আরও বলেন, ‘হতাহত ও অভিযুক্ত সবাই সহপাঠী। শোনা যাচ্ছে, প্রেমঘটিত কারণে গতকাল শুক্রবারও তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। আমরা ঘটনার বিস্তারিত জানার পাশাপাশি অভিযুক্ত সবাইকে গ্রেপ্তারের চেষ্টা করছি।’ ময়নাতদন্তের জন্য নিহত শিক্ষার্থীর লাশ নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক আবদুল আওয়াল প্রথম আলোকে বলেন, ‘হত্যাকারীরা একটি কিশোর গ্যাংয়ের সদস্য। এর মধ্যে বিদ্যালয়ের শিক্ষার্থী ও বিদ্যালয়ের বাইরের ছেলেরাও আছে। বিদ্যালয়ের পাশের মোতলেব প্লাজার দোতলা ও তিনতলায় ওরা আড্ডা দেয়। বিদ্যালয়ের মেয়েদের ওরা উত্ত্যক্ত করত। কয়েকবার আমি পুলিশ ডেকে ওদের তাড়ানোর চেষ্টা করেছি। কিন্তু পারিনি।’