শেরপুরে কাঁঠালগাছ থেকে মেছো বাঘের শাবক উদ্ধার

ঝিনাইগাতী থানা-পুলিশ মেছো বাঘের শাবকটি উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে যায়
ছবি: প্রথম আলো

শেরপুরের ঝিনাইগাতীতে একটি মেছো বাঘের শাবক উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বন্দভাটপাড়া গ্রামের বখতিয়ার হোসেন নামের এক ব্যক্তির বাড়িসংলগ্ন কাঁঠালগাছ থেকে মেছো বাঘটি উদ্ধার করা হয়।

বন বিভাগ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুরে বখতিয়ার হোসেনের বাড়িসংলগ্ন কাঁঠালগাছে বিড়ালের মতো একটি প্রাণী দেখতে পান উপজেলার বন্দভাটপাড়া গ্রামের লোকজন। পরে তাঁরা বিষয়টি ঝিনাইগাতীর থানা-পুলিশকে জানান। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় মেছো বাঘের শাবকটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

মেছো বাঘের শাবকের উচ্চতা প্রায় দেড় ফুট, দৈর্ঘ্য আড়াই ফুট। পুরো শরীরে ডোরাকাটা দাগ আছে। উদ্ধারের পর মেছো বাঘটিকে দেখার জন্য অনেক উৎসুক মানুষ থানায় ভিড় করেন।

ঝিনাইগাতী থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম বলেন, মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করে তাঁরা বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন।

বন বিভাগের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জের গজনী বিট কর্মকর্তা মো. মকরুল ইসলাম প্রথম আলোকে বলেন, উদ্ধার হওয়া মেছো বাঘের শাবকটি কিছুটা অসুস্থ। পরিচর্যার জন্য শাবকটি নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে অবস্থিত বন্য প্রাণী পরিচর্যাকেন্দ্রে হস্তান্তর করা হয়েছে। শাবকটি সুস্থ হলে পরে গারো পাহাড়ের জঙ্গলে অবমুক্ত করা হবে।

ঝিনাইগাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ বলেন, বন-জঙ্গলে হয়তো খাবার না পেয়ে মেছো বাঘের শাবকটি লোকালয়ে চলে এসেছে। শাবকটি গারো পাহাড়ে অবমুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।