অসুস্থ স্ত্রীকে দেখে কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনায় স্বামী নিহত
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। তাঁর নাম মজনু মজুমদার (৩৫)। তিনি ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের প্রধান সহকারী ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শান্তির হাট এলাকার বাসিন্দা ছিলেন। আজ সোমবার সকাল ৯টার দিকে ফেনী-ছাগলনাইয়া সড়কের কালারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, সকালে কালারপুল এলাকায় ফেনী থেকে আসা দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন মজনু মজুমদার। স্থানীয় লোকজন ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মাজাহারুল ইসলাম চৌধুরী বলেন, ১০ বছর ধরে মজনু ওই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিনি ইনস্টিটিউটের ডরমিটরিতে থাকতেন। গতকাল রোববার বিকেলে স্ত্রীর অসুস্থতার খবর পেয়ে তিনি ফটিকছড়ির শান্তির হাট এলাকায় নিজ বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে আজ সকালে কর্মস্থলে ফিরছিলেন তিনি।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।