গাজীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তরুণ নিহত
গাজীপুর নগরের উত্তর ছায়াবীথি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে নগরের উত্তর ছায়াবীথি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম মোহাম্মদ ফাহিম (২৫)। তিনি গাজীপুর নগরের মুন্সিপাড়া এলাকার মো. ওয়াসিমের ছেলে। সংঘর্ষে জড়ানো দুটি পক্ষই স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উত্তর ছায়াবীথি এলাকার মাদক ব্যবসা, দখল ও ময়লা–বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে সাহাপাড়া পক্ষের লোকজনের সঙ্গে বরুদা এলাকার লোকজনের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। বরুদা এলাকার দুই থেকে তিনজন দেশীয় অস্ত্র দিয়ে সাহাপাড়া পক্ষের ফাহিম নামের তরুণকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। গুরুতর আহত অবস্থায় ফাহিমকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছেন চার থেকে পাঁচজন। তবে প্রাথমিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। সংঘর্ষে জড়ানো দুটি পক্ষই স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
হাসপাতালটির আবাসিক চিকিৎসক মোস্তাক আহম্মেদ বলেন, গুরুতর জখম অবস্থায় ওই তরুণকে গত রাতে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
গাজীপুর সদর থানার সহকারী কমিশনার (এসি) মাকসুদুর রহমান বলেন, যতটুকু জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।