কেন্দুয়ায় দুই বছর ধরে কৃষক নিখোঁজ, অপেক্ষায় স্বজনেরা

কৃষক আলতু মিয়া
ছবি: সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় দুই বছর আগে বাজার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ কৃষক মো. আলতু মিয়ার (৪১) এখনো সন্ধান পায়নি পুলিশ। এত দিনে কোথায়, কীভাবে আছেন তিনি, সেটা নিয়ে তাঁর পরিবার দুশ্চিন্তায়। তাঁর সন্ধানে স্বজনেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার সহযোগিতা কামনা করেছেন।

নিখোঁজ আলতু মিয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কচন্দরা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত চানফর আলীর ছেলে। এ ঘটনায় কেন্দুয়া থানায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

আলতু মিয়ার বড় ভাই মো. আবদুল হাই আজ বুধবার বিকেলে নেত্রকোনা প্রেসক্লাবে এসে সাংবাদিকদের বলেন, ২০২১ সালের ১৩ আগস্ট বিকেলে বাড়ি থেকে বের হয়ে কচন্দারা বাজারে যান আলতু মিয়া। সেখান থেকে রাত পৌনে আটটার দিকে বাড়িতে ফেরার উদ্দেশে রওনা দেন। কিন্তু তিনি বাড়িতে ফিরে আসেননি। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে চার দিন পর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

তিনি আরও বলেন, আলতু মিয়া মুঠোফোনও ব্যবহার করতেন না। তাঁর গায়ের রং উজ্জ্বল শ্যামলা, মুখমণ্ডল লম্বাটে, মাথার চুল কালো, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। কথা বলার সময় সামান্য জড়তা লক্ষ করা যেত। হারিয়ে যাওয়ার সময় তাঁর পরনে চেক লুঙ্গি ও চেক শার্ট ছিল।

আবদুল হাই বলেন, ‘আমার ভাই সহজ-সরল প্রকৃতির লোক। তাঁর সামান্য জায়গাজমি আছে। নিখোঁজ হওয়ার কয়েক মাস আগে থেকে জমিজমা নিয়ে এলাকার কয়েকজনের সঙ্গে তাঁর মনোমালিন্য হয়েছিল। তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন। একমাত্র মেয়ে তাঁর নানাবাড়িতে থেকে লেখাপড়া করছে। যদি কোথাও সন্ধান পাওয়া যায়, তবে থানায় বা ০১৭১৩-৫১৯৩৩৯ নম্বরে যোগাযোগের অনুরোধ করা হলো।’

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী হোসেন বলেন, ‘এটা আমার জানা নেই। যেহেতু দুই বছর আগের ঘটনা, সেহেতু বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’