স্বামীর জন্য গরম ভাত বেড়ে রেখেছিলেন স্ত্রী, বাড়িতে এল লাশ
নিজের লিচুবাগান পরিচর্যার কাজ করছিলেন জিল্লুর রহমান গাজী (৫০)। এ সময় স্ত্রী ফোন করে গরম ভাত রান্নার কথা জানিয়ে খেয়ে যেতে বলেন। কাজ ফেলে তিনি বাড়িতে খেতে যাচ্ছিলেন। বাড়ি যাওয়ার জন্য সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে তিনি মারা যান।
আজ রোববার বিকেলে মেহেরপুরের মুজিবনগর উপজেলার গৌরীনগর এলাকায় মেহেরপুর-মুজিবনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিল্লুর রহমান গাজী মুজিবনগর উপজেলার গৌরীনগর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিল্লুর রহমান গৌরীনগর গ্রামের মাঠে নিজের লিচুবাগান পরিচর্যার কাজ করছিলেন। কাজ সেরে বাড়িতে খেতে যাওয়ার সময় মেহেরপুর-মুজিবনগর সড়ক পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয় লোকজন জিল্লুর রহমানকে জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জিল্লুর রহমানের স্ত্রী নাজমুন নাহার বলেন, দুপুরের খাওয়ার জন্য তাঁকে কল করে বাড়িতে আসতে বলেন। তাঁর জন্য বাড়িতে গরম ভাত বেড়ে রেখেছিলেন। এক ঘণ্টা পর প্রতিবেশীরা তাঁর মৃত্যুর খবর দেন। তিনি বলেন, ‘এখন তাকে ছাড়া আমরা কীভাবে চলব? সন্তানদের লেখাপড়ার কী হবে কিছুই বুঝছি না।’
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও চালককে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নিহত জিল্লুরের পরিবারের পক্ষ থেকে মামলা করলে পুলিশ মামলা নেবে।