দুই দিন পর দীঘিনালা-লংগদু সড়কে যান চলাচল স্বাভাবিক

বন্যার পানি নেমে যাওয়ার পর দীঘিনালা লংগদু সড়কে যানচলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল দুপুরে হেডকোয়ার্টার এলাকায়ছবি: জয়ন্তী দেওয়ান

দুই দিন বন্ধ থাকার পর খাগড়াছড়ির দীঘিনালার সঙ্গে রাঙামাটির লংগদুর সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ শুক্রবার দুপুর থেকে সড়কের পানি নেমে যাওয়ায় যান চলাচল শুরু হয়।

এর আগে, গত মঙ্গলবার থেকে চলা টানা বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢলে দীঘিনালা-লংগদু সড়কের হেডকোয়ার্টার এলাকা ডুবে যায়। এতে করে বুধবার সকাল থেকে রাঙামাটির লংগদুর সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ ছাড়া আকস্মিক বন্যায় মাইনী নদীর পানি বেড়ে মেরুং ও কবাখালী ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়। পানি নেমে যাওয়ায় বন্যাদুর্গতরা আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরে গেছেন।

এ বিষয়ে খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাকসুদুর রহমান বলেন, বন্যার পানি কমে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। এ ছাড়া সিন্দুকছড়ি-জালিয়াপাড়া সড়কে যে কটি স্থানে মাটি ধসে গেছে সেসব এলাকায় সড়ক বিভাগের কর্মীরা গিয়ে মাটি সরিয়ে নেন।