সোনাহাট সীমান্ত দিয়ে এল ভারতীয় ৩ কিশোর, পরে বিএসএফের কাছে হস্তান্তর

সীমান্ত
প্রতীকী ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর সীমান্তে মোটরসাইকেল চালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা ভারতীয় ৩ কিশোরকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বিজিবি সোনাহাট চেকপোস্টের টহল দল তাদের আটক করে। এরপর বেলা ৩টার পর পতাকা বৈঠক করে তাদের বিএসএফের মাধ্যমে ভারতে ফেরত পাঠানো হয়।

আটক তিন কিশোর হলো ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার ধুবরী সদর থানার তিস্তাপাড়া এলাকার শাসসুর রহমানের ছেলে আমিনুল ইসলাম (১৬), শহর আলীর ছেলে নুর ইসলাম (১৬) এবং আশকান আলীর ছেলে ইসমাইল সেখ (১৫)। তারা সবাই পেশায় রাজমিস্ত্রি।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ওই তিন কিশোর সোনাহাট স্থলবন্দরে শূন্যরেখার আন্তর্জাতিক সীমানা পিলার ১০০৯ অতিক্রম করে মোটরসাইকেল নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে বিএসএফের পক্ষ থেকে বিজিবি সোনাহাট ক্যাম্পকে বিষয়টি অবহিত করা হয়।

এরপর স্থলবন্দর চেকপোস্টে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে সোনাহাট ক্যাম্পে নিয়ে যান। পরে বেলা তিনটার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসফের কাছে হস্তান্তর করা হয় তাদের।

পতাকা বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন আসামের গোলকগঞ্জ থানার সোনাহাট বিএসএফের সহকারী কমিশনার পুনেক কুমার কৌশিক। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের সোনাহাট ক্যাম্পের নায়েক সুবেদার গোলাম রাব্বানী।

গোলাম রাব্বানী প্রথম আলোকে বলেন, ভারতীয় ওই তিন কিশোর রাস্তা ভুল করে ভারত-বাংলাদেশ সংযোগ সড়ক ধরে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়েছিল। এ ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য বিএসএফ বন্দর ক্যাম্পকে দায়িত্ব পালনে আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।