পূর্বধলায় বিদ্যালয়ের ল্যাব থেকে চুরি হওয়া ১৩টি ল্যাপটপ দুই দিনেও উদ্ধার হয়নি

নেত্রকোনার পূর্বধলার সাধুপাড়া উচ্চবিদ্যালয়
ছবি: সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলার সাধুপাড়া উচ্চবিদ্যালয়ের ল্যাব থেকে চুরি হওয়া ১৩টি ল্যাপটপ ২ দিনেও উদ্ধার হয়নি। গত সোমবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। এ নিয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। আজ বুধবার বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত চুরি হওয়া ল্যাপটপগুলো উদ্ধার করতে পারেনি পুলিশ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহতাব উদ্দিন খান বলেন, ‘প্রতিদিনের মতো সোমবার রাতে বিদ্যালয়ের নৈশপ্রহরীর দায়িত্বে থাকা জয়মুন্না সাংমা দায়িত্ব পালন করছিলেন। পরদিন মঙ্গলবার সকালে কম্পিউটার ল্যাবের তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে আমাকে খবর দেন। গিয়ে দেখি, ল্যাবে ১৭টি ডেল ব্র্যান্ডের ল্যাপটপের মধ্যে ১৩টি ল্যাপটপ চুরি হয়ে গেছে। অন্য ল্যাপটপগুলো এবং একটি প্রজেক্টর ল্যাবের ভেতরেই রয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পূর্বধলা থানা-পুলিশকে জানানো হয়েছে।’

নৈশপ্রহরীর দায়িত্বে থাকা জয়মুন্না সাংমা বলেন, ‘প্রতিদিনের মতো সোমবার রাতে আমি দায়িত্ব পালন করতে গিয়ে শরীরটা ক্লান্ত লাগছিল। পরে কম্পিউটার ল্যাবের পাশের কক্ষে একটু বিশ্রাম নিতে গিয়ে হঠাৎ ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম ভেঙে গেলে উঠে দেখি, কম্পিউটার ল্যাবের তালা ভাঙা এবং সেখানে থাকা ১৩টি কম্পিউটার চুরি হয়ে গেছে। পরে বিষয়টি হেড স্যারকে জানাই।’

শিক্ষক সমিতি পূর্বধলা উপজেলা শাখার সভাপতি ও আগিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদরুজ্জামান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ল্যাব থেকে কম্পিউটার চুরির বিষয়টি খুবই উদ্বেগজনক। এর আগেও একবার উপজেলার বাইঞ্জা উচ্চবিদ্যালয়ের ল্যাব থেকে ২২টি কম্পিউটার চুরি হয়ে যায়। পরে প্রশাসন ও পুলিশি তৎপরতার ফলে চুরি করা কম্পিউটারগুলো রাতে স্কুলের পাশে রেখে যায় চোররা। এই চুরির সঙ্গে স্থানীয় কেউ না কেউ জড়িত থাকতে পারেন।

এ ব্যাপারে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, ‘বিদ্যালয়ে ল্যাপটপ চুরির ঘটনা জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। আশা করা যাচ্ছে, দ্রুত চুরি হওয়া এসব ল্যাপটপ উদ্ধার করতে সক্ষম হব।’