খুলনা বিশ্ববিদ্যালয়
গভীর রাতে ক্যাম্পাসের বাইরে ‘ছাত্রলীগের’ স্লোগান, প্রতিবাদে শিক্ষার্থীদের মিছিল
খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে গতকাল সোমবার দিবাগত গভীর রাতে কোটা সংস্কার আন্দোলনের বিরুদ্ধে মিছিল বের করে স্লোগান দেওয়া হয়। এর প্রতিবাদে রাতেই আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসের হল রোড ও প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল করেন।
শিক্ষার্থীরা জানান, গতকাল রাত দুইটার পর ক্যাম্পাসের বাইরে ‘জয় বাংলা’ স্লোগান শুনতে পান তাঁরা। ১০-১৫টি মোটরসাইকেলে ২০-৩০ জন লোক এসে হল রোডে মিছিল করেন। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে রাত আড়াইটার দিকে সব হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে হল রোডে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শুরু হয় খানজাহান আলী হলের সামনে থেকে। এক ঘণ্টা ধরে চলা ওই বিক্ষোভ মিছিল হল রোড হয়ে প্রধান ফটক দিয়ে আবার ক্যাম্পাসের হাদি চত্বরে গিয়ে শেষ হয়। সেখান থেকেই আজ মঙ্গলবার দুপুর ১২টায় জিরো পয়েন্ট এলাকায় অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
শিক্ষার্থীরা বলেন, গতকাল রাতেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ। রাত জেগে সেসব খবরই শুনছিলেন তাঁরা। দুইটার পর সবাই যখন একটু ঘুমাতে গেছে তখনই ‘জয় বাংলা’ স্লোগান শুনতে পান। তাঁরা মনে করেছিলেন ছাত্রলীগ হয়তো ক্যাম্পাসে হামলা করেছে। তাই সবাই আতঙ্কিত হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যে সবাই এক হয়ে প্রতিটি হলের সামনে অবস্থান নেন। পরে তাঁরা বিক্ষোভ মিছিল করেন।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘হঠাৎ করেই শিক্ষার্থীরা গভীর রাতে ক্যাম্পাস থেকে বেরিয়ে বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় পুলিশের গাড়ি দেখে তেড়ে আসেন শিক্ষার্থীরা। পরিস্থিতি খারাপ দেখে পুলিশ তাড়াতাড়ি সেখান থেকে সরে পড়ে। তবে কেন তাঁরা ওই রাতে বিক্ষোভ মিছিল করেছেন, তা আমরা এখনো জানতে পারিনি। তবে পরে শুনেছি শিক্ষার্থীদের মধ্যে কোনো একটি গুজব ছড়িয়ে পড়েছিল।’