দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেসের নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম গতকাল বৃহস্পতিবার বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই আসনে গণতন্ত্রী পার্টির প্রার্থী হিসেবে তরুণ চলচ্চিত্র নির্মাতা মনজুরুল ইসলাম গতকাল অনলাইনে মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচন করার বিষয়ে নির্মাতা মনজুরুল ইসলাম বলেন, ‘আমার নির্বাচনী এলাকার আপামর জনতা নেতৃত্বের পরিবর্তন দেখতে চায়, এলাকায় শিক্ষার উন্নতি চায়। আমি শিক্ষার উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণ নিয়ে এলাকায় সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এই কাজগুলো দায়িত্বশীল জায়গা থেকে করতে চাই, তাই সাধারণ ভোটারদের উৎসাহে নির্বাচনে প্রার্থী হয়েছি। নির্বাচন সুষ্ঠু হলে বিজয় সুনিশ্চিত। গণতন্ত্রী পার্টির দলীয় কবুতর প্রতীকে লড়ব আমি।’
এক দিনের ব্যবধানে দল পাল্টে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে গতকাল হিরো আলমের পক্ষে তাঁর ব্যক্তিগত সহকারী সুজন রহমান মনোনয়নপত্র জমা দেন। প্রথমে তিনি বাংলাদেশ সুপ্রিম পার্টির নেতৃত্বাধীন বাংলাদেশ জনদলের (বিজেডি) থেকে প্রতিদ্বন্দ্বিতার কথা জানিয়েছিলেন। বাংলাদেশ কংগ্রেসের নেতৃত্বাধীন জাতীয় জোটের ছয় দলের মধ্যে আছে গণ অধিকার পার্টি (পিআরপি), বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ পিপলস পার্টি, বাংলাদেশ গ্রিন পার্টি ও বাংলাদেশ সৎ সংগ্রামী ভোটার পার্টি। বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন প্রথম আলোকে বলেন, হিরো আলম বাংলাদেশ কংগ্রেসের মনোনয়নে জাতীয় জোট থেকে বগুড়া-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় জোটের নির্বাচনী প্রতীক ডাব।
সম্প্রতি মনজুরুল ইসলাম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। কাজ করেন একটি আন্তর্জাতিক উৎসবের জুরিবোর্ডের সদস্য হিসেবে। প্রযোজকের সঙ্গে বনিবনা না হওয়ায় অনুদানের চলচ্চিত্র ‘বিলডাকিনি’ থেকে বাদ পড়ে আলোচনায় আসেন তিনি। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে সম্প্রতি ‘ময়না’ চলচ্চিত্রের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মনজুরুল ইসলাম। ছবিটি প্রযোজনা করেছেন জাজ মাল্টিমিডিয়ার সিইও মো. আলিম উল্যাহ খোকন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বগুড়া-৪ আসনে ভোটার ৩ লাখ ২৮ হাজার ৪৬৯ জন। গত ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (একতারা প্রতীক) হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন হিরো আলম। এর মধ্যে বগুড়া-৪ আসনে ১৪ দলীয় জোটের অন্যতম শরিক জাসদের এ কে এম রেজাউল করিমের কাছে ৮৩৪ ভোটে হেরে যান তিনি।
বগুড়ার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, বগুড়ার সাতটি আসনে ৮৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বগুড়া-৪ আসনে হিরো আলম ও মনজুরুল ইসলামসহ মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী। অন্যরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হেলাল উদ্দিন কবিরাজ, জাসদের বর্তমান সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম, জাকের পার্টির আবদুর রশিদ, এনপিপির আনোয়ার জাহিদ, জাপার শাহীন মোস্তফা কামাল, তৃণমূল বিএনপির জালাল উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমান ও জিয়াউল হক।