ছিনতাইকারীদের প্রতিরোধের চেষ্টা, রডের আঘাতে প্রাণ গেল ফল বিক্রেতার

মোমেন শেখ
ছবি: সংগৃহীত

গাজীপুরে ছিনতাইকারীদের রডের আঘাতে এক ফল বিক্রেতা নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে মহানগরীর হাড়িনাল হানঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফল বিক্রেতার নাম মোমেন শেখ (৫০)। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ছাতিয়ানি গ্রামের ওসমন আলী শেখের ছেলে। তিনি গাজীপুরের কালীগঞ্জ এলাকায় রিকশাভ্যানে করে ঘুরে ঘুরে ফল বিক্রি করতেন।

ছিনতাইকারীদের কবলে পড়ে ফল বিক্রেতা নিহতের ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের মর্গের সামনে স্বজনদের ভিড়। আজ শুক্রবার বেলা ১১টার দিকে
ছবি: প্রথম আলো

নিহত ব্যক্তির স্বজন ও পুলিশ জানায়, ফল কেনার জন্য শুক্রবার ভোরে একটি অটোরিকশায় করে মহনগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় পাইকারি বাজারে যাচ্ছিলেন মোমেন। পথে হাড়িনাল হানঘাটা ব্রিজের পাশে পৌঁছালে একটি পিকআপ তাঁদের গতি রোধ করে। এ সময়ে ছিনতাইকারীরা তাঁর কাছে থাকা টাকাপয়সা লুট করার চেষ্টা করে। কিন্তু টাকা না দিয়ে মোমেন শেখ ছিনতাইকারীদের প্রতিরোধ করার চেষ্টা করেন। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁর বুকে ও শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

পাশে থাকা অটোচালক মাহবুব হোসেন তাঁকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে তাঁর লাশ ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত ব্যক্তির ছোট ভাই সিরাজ মিয়া বলেন, মোমেন ভ্যানে করে ফল বিক্রি করতেন। তিনি গাজীপুর চৌরাস্তা থেকে ফল কেনার জন্য ভোর চারটার দিকে বাড়ি থেকে বের হন। ওই এলাকায় পৌঁছালে ছিনতাইকারীদের কবলে পড়ে।

গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. এতেশাম তালুকদার জানান, আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।