বাসে হাফ ভাড়ার দাবিতে ফরিদপুরে শিক্ষার্থীদের দুই ঘণ্টা মহাসড়কে অবস্থান
বাসে হাফ ভাড়ার দাবিতে ফরিদপুরে দুই ঘণ্টা মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ১০টায় ‘ফরিদপুর জেলার সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে তাঁরা এ কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেওয়ায় ফরিদপুরের অভ্যন্তরীণ সব পথে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ যাত্রী ও যানবাহনের চালকেরা দুর্ভোগে পড়েন। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বাসমালিকদের আশ্বাসে দুই ঘণ্টা পর শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
‘হাফ পাস ভিক্ষা নয়, সাধারণ শিক্ষার্থীদের অধিকার’ এ স্লোগানকে সামনে রেখে সাড়ে ১০টায় ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা ও পুলিশ সুপার মো. আবদুল জলিল ঘটনাস্থলে গিয়ে আজ থেকে ‘হাফ পাস’ কার্যকর করার ঘোষণা দেন। এ সময় ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী শিক্ষার্থীদের বাসে হাফ ভাড়া কার্যকর করার অঙ্গীকার করলে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করে নেন।
কামরুল ইসলাম সিদ্দিকী বলেন, শিক্ষার্থীদের জন্য বাসে হাফ পাস আগে থেকেই কার্যকর করা হয়েছে। ফরিদপুর বাস মালিক গ্রুপ ও মিনিবাস মালিক সমিতি গত অক্টোবর মাস থেকে এ নিয়ম বলবৎ করেছে। এ নিয়ে যাতে ভবিষ্যতে কোনো সমস্যার সৃষ্টি না হয়, সে জন্য বাসের চালক, সুপারভাইজার ও হেলপারদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
এদিকে শিক্ষার্থীদের অবরোধের কারণে শহরের গুরুত্বপূর্ণ ভাঙ্গা রাস্তার মোড় ও আশপাশের এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়। এতে অনেকেই ভোগান্তিতে পড়েন।
সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী সুব্রত পাল বলেন, তিনি বেলা সাড়ে ১১টার দিকে বোয়ালমারীতে তাঁর গ্রামের বাড়িতে যেতে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এসে দেখেন, সব বাস বন্ধ। বাধ্য হয়ে তাঁকে ৩৭ কিলোমিটার রাস্তা তিন দফায় মাহেন্দ্র, ইজিবাইকসহ তিন চাকার যানে যেতে হয়েছে। এতে সময় বেশি লাগার পাশাপাশি তাঁকে বেশি ভাড়া গুনতে হয়েছে।