শেরপুরে ডিম ও মুরগির বাজারে অভিযান চালিয়ে ৫ ব্যবসায়ীকে জরিমানা

শেরপুর জেলার মানচিত্র

শেরপুরে ডিম ও ব্রয়লার মুরগির মূল্যতালিকা না থাকা এবং দাম বেশি রাখায় পাঁচ ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ শনিবার বিকেলে সদর উপজেলার নয়ানীবাজার ও কুসুমহাটি বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল আহমেদ। শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নয়ানীবাজারের সালমান ট্রেডিংকে ৫ হাজার, নাদিয়া পোলট্রি স্টোরকে ১ হাজার ও মঞ্জু ডিমের আড়তকে ৪ হাজার টাকা এবং কুসুমহাটি বাজারের হাসান স্টোরকে ৪ হাজার ও শান্ত স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সূত্র আরও জানায়, বেশ কিছুদিন ধরে একশ্রেণির অসাধু ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ব্রয়লার মুরগি ও ডিম বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে আজ বিকেলে সদরের নয়ানীবাজার ও কুসুমহাটি বাজারে মুরগি ও ডিমের দোকানে অভিযান চালানো হয়।

এ সময় মূল্যতালিকা না টাঙানো, ডিম ও মুরগি কেনার চালান রসিদ সংরক্ষণ না করা এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করায় ভোক্তা–অধিকার সংরক্ষণ আইনে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।