কাভার্ড ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে মুদিদোকানি নিহত, আহত স্ত্রী-সন্তান
ফেনীর সোনাগাজী উপজেলায় কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই ব্যক্তির স্ত্রী ও দুই সন্তান। আজ রোববার সকালে ফেনী-সোনাগাজী সড়কের পুরাতন রাস্তার মাথার লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নিজাম উদ্দিন (৪৫)। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের দক্ষিণ মঙ্গলকান্দি গ্রামের নুরুল হক সর্দারের ছেলে। চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকায় মুদিদোকান ছিল তাঁর।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্ত্রী-সন্তানসহ নিজাম উদ্দিন একটি অটোরিকশায় ফেনীর লালপোল এলাকায় যাচ্ছিলেন। ফেনী-সোনাগাজী সড়কের পুরাতন রাস্তার মাথা এলাকায় তাঁদের অটোরিকশাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন নিজাম উদ্দিন। তাঁর সঙ্গে থাকা স্ত্রী ও দুই সন্তান আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
নিহত নিজামের শ্যালক নজরুল ইসলাম বলেন, অসুস্থ শ্বশুরকে দেখতে দুই দিন আগে চট্টগ্রাম নগর থেকে ফেনীতে আসেন নিজাম উদ্দিন। আজ সকালে পরিবার নিয়ে আবারও চট্টগ্রাম নগরে ফেরার উদ্দেশে ফেনীর লালপোল এলাকায় যাচ্ছিলেন। সেখান থেকে বাসে ওঠার কথা ছিল নিজাম উদ্দিনের।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েজিদ আকন্দ বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও কাভার্ড ভ্যান জব্দ করেছে।