গাইবান্ধা-৫ আসনে আ.লীগের মনোনয়ন পেলেন মাহমুদ হাসান

মাহমুদ হাসান
ছবি: সংগৃহীত

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মাহমুদ হাসান ওরফে রিপন। তিনি আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য।

আজ শনিবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় মাহমুদ হাসানের নাম ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ১০টি আবেদন জমা পড়ে। অন্য মনোনয়নপ্রত্যাশীরা হলেন সদ্য প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর মেয়ে ফারজানা রাব্বী; ফজলে রাব্বীর ছোট ভাই ফরহাদ রাব্বীর স্ত্রী লুদমিলা পারভীন; ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম সেলিম পারভেজ; সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসিল আরেফিন; কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা মঞ্চের সাধারণ সম্পাদক আল-মামুন; আওয়ামী লীগ নেতা মাহবুবর রহমান; সাবেক যুবলীগ নেতা সুশীল চন্দ্র সরকার ও নুরুল আমিন এবং যুবলীগ নেত্রী শাপলা আক্তার।

প্রতিক্রিয়া জানতে চাইলে মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, তাঁর এই মনোনয়নপ্রাপ্তি সাঘাটা-ফুলছড়িবাসীর আশার প্রতিফলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলীয় নেতারা তাঁকে যে গুরুদায়িত্ব দিয়েছেন, তা পালন করতে তিনি সাঘাটা-ফুলছড়িবাসীকে সঙ্গে নিয়ে কাজ করবেন।