স্নাতক স্বীকৃতির দাবিতে বিক্ষোভ, মাদারীপুর নার্সিং ইনস্টিটিউট বন্ধ ঘোষণা শিক্ষার্থীদের
মাদারীপুরে ডিপ্লোমা ইন নার্সিং ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক স্বীকৃতির (পাস কোর্স) দাবি ও পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর সাড়ে ১২টা দিকে মাদারীপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত সরকারি হাসপাতালের ক্লিনিক্যাল প্র্যাকটিসসহ মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটের ক্লাস, পরীক্ষাসহ সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।
ঘণ্টাব্যাপী চলা বিক্ষোভ কর্মসূচিতে পোস্টার, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে প্রেসক্লাবের সামনে অবস্থান করে নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। এ সময় পুরানকোর্ট–পুরানবাজার সড়কে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে। এতে ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষ।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা ইন নার্সিং ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি পাস কোর্সের দাবি যৌক্তিক ও ন্যায্য অধিকার। অধিকার আদায়ে সারা দেশের শিক্ষার্থীরা আট মাস ধরে শান্তিপূর্ণ আন্দোলন করে এলেও আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। এ সময় ২৭ এপ্রিল দেশের বিভিন্ন স্থানে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তাঁরা।
ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন মাদারীপুর শাখার সভাপতি সাব্বির আহসান বলেন, ‘এইচএসসি পাসের পর তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেও স্নাতকের সমমানের স্বীকৃতি থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে। ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতকের সমমান করার দাবিতে প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। এই যৌক্তিক দাবির পক্ষে নীতিনির্ধারকেরা সহমত পোষণ করলেও আজ পর্যন্ত কোনো সুস্পষ্ট পদক্ষেপ গৃহীত হয়নি। উল্টো পুলিশ দ্বারা আমাদের ওপর হামলা চালানো হয়েছে। তাই আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লিনিক্যাল প্র্যাকটিসসহ মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করছি।’
দুর্জয় মল্লিক নামের নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন মিডওয়াইফারির এক শিক্ষার্থীর দাবি, তাঁদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। এইচএসসির পর ভর্তি পরীক্ষার মাধ্যমে নার্সিং ইনস্টিটিউটগুলোয় ভর্তি হতে হয়। ২০০৭–০৮ শিক্ষাবর্ষে নার্সিং কোর্স ছিল চার বছরের, ২০১৩–১৪ শিক্ষাবর্ষ থেকে তিন বছর করা হয়। তিনি বলেন, ‘অন্যরা যদি এইচএসসির পর বিভিন্ন কলেজ–বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে স্নাতকের মর্যাদা পায়, তাহলে আমরা কেন পাব না? আমরা চাই, ডিপ্লোমাকে যেন স্নাতক সম্মানের মর্যাদা দেওয়া হয়।’
নার্সিং ও মিডওয়াইফারির আন্দোলনরত শিক্ষার্থীরা তাঁদের দাবি আদায়ের জন্য স্মারকলিপি দিয়েছেন জানিয়ে মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ইনচার্জ হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে। প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম বন্ধ হলেও প্রশাসনিক কার্যক্রম চলছে। দেশব্যাপী এই আন্দোলন হচ্ছে। তাই আমাদের পক্ষ থেকে সমস্যা সমাধানে কোনো কিছু করার নেই।’