চট্টগ্রামে আইনজীবী হত্যায় গ্রেপ্তার আরও ১১ জন
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে আরও ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে আইনজীবী হত্যায় গ্রেপ্তার আসামির সংখ্যা দাঁড়াল ২১।
আজ গ্রেপ্তার হওয়া ১১ জন হলেন প্রেমনন্দন দাশ, রনব দাশ, বিধান দাশ, বিকাশ দাশ, রুমিত দাশ, রাজ কাপুর, সামির দাশ, শিব কুমার দাশ, ওম দাশ, অজয় দাশ ও দেবী চরণ। তাঁরা সবাই নগরের কোতোয়ালি সেবক কলোনির বাসিন্দা।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, কোতোয়ালি থানা–পুলিশ আজ রোববার রাত নয়টার দিকে আইনজীবী সাইফুল হত্যার ১১ আসামিকে আদালতে পাঠায়। পরে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
গত বছরের ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিন আবেদনকে কেন্দ্র করে হামলায় হত্যার শিকার হন আইনজীবী সাইফুল। এ হত্যাকাণ্ডের ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এ ছাড়া পুলিশের ওপর হামলা, কাজে বাধা এবং আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা হয়। ছয়টি মামলায় গ্রেপ্তার হন ৪০ জন। তাঁদের মধ্যে হত্যায় জড়িত অভিযোগে এর আগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। নতুন করে আরও ১১ জনকে গ্রেপ্তার করা হলো।
আদালত সূত্র জানায়, সাইফুল হত্যায় এর আগে গ্রেপ্তার ১০ আসামির মধ্যে চন্দন দাস, রিপন দাস ও রাজীব ভট্টাচার্য সম্প্রতি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।