চট্টগ্রামের সাতকানিয়ায় বালতির পানিতে পড়ে আফিয়া ছালেহা রিফা নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়ার খন্দকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আফিয়া ছালেহা রিফা জনার কেঁওচিয়ার খন্দকারপাড়া এলাকার আবু ছালেহের মেয়ে।
কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের ( ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের স্থানীয় সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আফিয়া শুক্রবার সকাল ১০টার দিকে বসতঘরের ভেতরের বাথরুমে একটি শ্যাম্পুর বোতল নিয়ে খেলা করছিল। এ সময় বাড়ির লোকজন বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে শ্যাম্পুর বোতলটি বাথরুমের বালতির পানিতে পড়ে যায়। পরে শিশুটি বালতির পানি থেকে শ্যাম্পুর বোতলটি নিতে গিয়ে উপুড় হয়ে পড়ে যায়।