দুই মাস আগে কেনা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গেল প্রাণ
পাঁচ মাস আগে দুবাই থেকে দেশে ফিরেছিলেন প্রবাসী প্রিয়তোষ বণিক (৪৫)। দুই মাস আগে তিনি একটি মোটরসাইকেল কেনেন। আজ শুক্রবার বিকেল চারটার দিকে চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় সেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নগরের সাগরিকা মোড়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ছোট ছোট পাথরের ওপর চাকা পড়লে নিয়ন্ত্রণ হারান প্রিয়তোষ বণিক। ছিটকে তিনি পিকআপ ভ্যানের নিচে চলে যান। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর খবর প্রথম আলোকে নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম।
প্রিয়তোষ বণিককে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা শহীদুল আলম। তিনি প্রথম আলোকে বলেন, মোটরসাইকেল চালিয়ে সাগরিকা মোড় পার হচ্ছিলেন প্রিয়তোষ বণিক। সড়কের ওপর কিছু পাথরের টুকরা পড়ে ছিল। পাথরের এসব টুকরার ওপর চাকা পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ছোট পিকআপ ভ্যানের নিচে চলে যান। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রিয়তোষ বণিকের ভাগনে অপু চৌধুরী প্রথম আলোকে জানান, নিহতের বাড়ি বোয়ালখালী উপজেলায়। পরিবারে স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। এক মেয়ের বিয়ে হয়েছে। দুই মেয়ে পড়াশোনা করছেন। ছেলে বেশ কয়েক বছর যাবৎ দুবাই থাকেন। পাঁচ মাস আগে দুবাই থেকে দেশে ফিরেছিলেন তাঁর মামা। আর দুই মাস আগে কেনা মোটরসাইকেলটি নিয়ে ঘর থেকে বের হয়েছিলেন।
অপু চৌধুরী বলেন, গ্রাম থেকে ব্যক্তিগত কাজে শহরে এসেছিলেন তাঁর মামা। বিকেলে হঠাৎ দুর্ঘটনার খবর পান। এর পর থেকে পুরো পরিবার এলোমেলো হয়ে গেছে।