সাবধান, মাথায় পড়তে পারে তাল...

নাটোরের গুরুদাসপুর উপজেলা কোর্ট চত্বরের চায়ের দোকানের পাশে থাকা তাল গাছ
ছবি: প্রথম আলো

গাছের পাকা তাল নিয়ে বিপাকে পড়েছেন নাটোরের গুরুদাসপুর উপজেলা চত্বরের দুই চা–দোকানি। যেকোনো সময় দোকানে আসা ক্রেতা কিংবা পথচারীর মাথায় তাল পড়ার ঝুঁকি নিয়ে চিন্তিত তাঁরা। মানুষকে সতর্ক করতে তালগাছের চারপাশে রশি দিয়ে ঘিরে সেখানে টাঙিয়ে দেওয়া হয়েছে তাল থেকে সাবধানে থাকার সতর্কবার্তা।

চা–দোকানি বাবু মিয়া ও সাখাওয়াত হোসেন বলেন, ৩০ বছরেরও বেশি সময় ধরে তাঁরা পুরোনো কোর্ট চত্বরে চা, পান ও বিস্কুট বিক্রি করে আসছেন। উপজেলার নানা প্রান্ত থেকে সেবা নিতে আসা মানুষ এখানে বসে সময় কাটান, চা পান করেন। চায়ের দোকানের সঙ্গে বেশ কিছু দেবদারু ও একটি তালগাছ আছে। চায়ের দোকানে আসা ক্রেতারা গাছের পাশে রাখা বেঞ্চে বসেন। এখন ভাদ্র মাস। গাছের তাল পেকে যাওয়ায় মাঝেমধ্যেই ঝুপ করে ঝরে পড়ছে পাকা তাল। সবাইকে সতর্ক করার জন্য তাঁরা সতর্কবার্তা টাঙিয়ে দিয়েছেন।

স্থানীয় কয়েকজন বলেন, উপজেলা প্রতিষ্ঠার পর কোর্ট চত্বরে মাঠের পাশে প্রাকৃতিকভাবে বেড়ে উঠেছে ২৫ থেকে ৩০টি দেবদারুগাছ। এখন এটি দেবদারুবাগান নামে পরিচিতি পেয়েছে। ওই বাগানের ছায়ায় গড়ে ওঠা দুটি চায়ের দোকানকে ঘিরে সরব থাকে চত্বরটি। গাছ থেকে পাকা তাল পড়ার ব্যাপারে দোকানিদের টাঙানো সতর্কবার্তার প্রশংসা করেছেন তাঁরা।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তমাল হোসেন বলেন, কোর্ট চত্বরে মাঠের পাশে একটি শহীদ মিনার আছে। অপর পাশে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হচ্ছে। মাঝের দেবদারুবাগানটি প্রাণ–প্রকৃতি হয়ে দাঁড়িয়েছে। পাকা তাল পড়ার বিষয়ে চা–দোকানিদের সতর্কবার্তার উদ্যোগটি ইতিবাচক।