যশোর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের ৫০টি খাতা নিয়ে গতকাল মঙ্গলবার রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন পরীক্ষক এম এম বোরহান উদ্দীন। পথে মোটরসাইকেল থেকে খাতাগুলো রাস্তায় পড়ে যায়। আজ বুধবার সকালে স্থানীয় এক ভ্যানচালকের বাড়ি থেকে খাতাগুলো উদ্ধার হয়।
পরীক্ষক এম এম বোরহান উদ্দীন যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক।
এম এম বোরহান উদ্দীন প্রথম আলোকে বলেন, এবার তিনি প্রথমবারের মতো ইংরেজি প্রথম পত্রের পরীক্ষক হয়েছেন। মূল্যায়ন সঠিক হচ্ছে কি না, তা দেখাতে গতকাল প্রধান পরীক্ষকের কাছে গিয়েছিলেন তিনি। সেখান থেকে রাতে মোটরসাইকেলে করে অভয়নগর উপজেলার নওয়াপাড়া-মনিরামপুর সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। খাতাগুলো মোটরসাইকেলেই ছিল। সেখান থেকে ৫০টি খাতার একটি বান্ডিল রাস্তায় পড়ে যায়।
বোরহান উদ্দীন আরও বলেন, খাতা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন তিনি। অনেক খোঁজাখুঁজি করেও রাতে কোথাও খাতাগুলোর সন্ধান পাননি। খবর পেয়ে আজ সকাল নয়টায় উপজেলার রানাভাটা এলাকার এক ভ্যানচালকের বাড়িতে গিয়ে খাতাগুলো পেয়েছেন। ওই ভ্যানচালক গতকাল রাতে নওয়াপাড়া-মনিরামপুর সড়কের জগবাবুর মোড় এলাকায় খাতাগুলো পেয়ে নিজের বাড়িতে নিয়ে রাখেন।
এ বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, খাতা হারানোর পর তা উদ্ধারের বিষয়টি তিনি জেনেছেন। খাতা হারানোয় গাফিলতির ব্যাপারে ওই পরীক্ষকের কাছে জানতে চাওয়া হবে। বিষয়টি তাঁরা খতিয়ে দেখবেন।