নতুন উপাচার্য পেল সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়

এ এইচ এম এনায়েত হোসেন
ছবি: সংগৃহীত

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এ এইচ এম এনায়েত হোসেন।

বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁকে এ পদে নিয়োগ দিয়েছেন। আজ রোববার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এনায়েত হোসেনকে তাঁর পিআরএল স্থগিতপূর্বক সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ সময় তিনি তাঁর আগের পদের (গ্রেড-১) সমপরিমাণ বেতনভাতা পাবেন। পাশাপাশি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ হবে চার বছর। যোগদানের তারিখ থেকে তাঁর নিয়োগ কার্যকর হবে। রাষ্ট্রপতি যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারেন।

অধ্যাপক এ এইচ এম এনায়েত হোসেন সদ্য বিদায়ী উপাচার্য মোর্শেদ আহমেদ চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন। সদ্য নিযুক্ত উপাচার্য এ এইচ এম এনায়েত হোসেন প্রথম আলোকে বলেন, ‘নতুন দায়িত্ব যথাযথভাবে পালনে সচেষ্ট থাকব। এ ছাড়া বিশ্ববিদ্যালয়কে একটি স্মার্ট বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়ার চেষ্টা করব।’