সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা, কাঁদলেন চেয়ারম্যান প্রার্থী

নোয়াখালীর চাটখিল উপজেলায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করতে গিয়ে কাঁদছেন আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী জেড এম আজাদ খান। আজ বিকেলে চাটখিল পৌরসভার নিজ বাসভবনেছবি: প্রথম আলো।

সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশের পর কেঁদে ফেললেন নোয়াখালীর চাটখিল উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী জেড এম আজাদ খান। আজ সোমবার বিকেলে চাটখিল পৌরসভার নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনী প্রচারের সময়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের বিভিন্ন ধরনের বাধা ও হুমকির বর্ণনা দিতে গিয়ে কান্না করেন। জেড এম আজাদ খান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য।

চাটখিল উপজেলা পরিষদের ভোটগ্রহণ হবে কাল মঙ্গলবার। নির্বাচনে তিনজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।

জেড এম আজাদ খান বলেন, তাঁর এজেন্টদের কেন্দ্রে না যেতে ভয়ভীতি দেখানো হচ্ছে, চাটখিলে একটি সিন্ডিকেট রয়েছে যারা তাঁকে মেরেও ফেলতে পারে। তাই তিনি এ বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন।

সাংবাদ সম্মেলনে জেড এম আজাদ খান উল্লেখ করেন, তিনি নির্বাচনী কার্যক্রম শুরুর পর থেকে তাঁর নির্বাচনী কর্মীদের বিভিন্নভাবে হুমকি, এমনকি প্রাণনাশেরও হুমকি দিচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবিরের (দোয়াত-কলম) লোকজন। তাঁরা অসংখ্য জায়গা থেকে তাঁর পোস্টার ছিঁড়ে ফেলেছেন। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও থানা-পুলিশে অভিযোগ করেও তিনি কোনো প্রতিকার পাননি।

আনারস প্রতীকের এই প্রার্থী আরও বলেন, দোয়াত কলমের প্রার্থী জাহাঙ্গীর কবির ও তাঁর লোকজন আনারস প্রতীকের এজেন্ট ও দায়িত্বশীল ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্রে যেতে বারণ করছেন এবং হামলা-মামলার হুমকি দিচ্ছেন। এ ছাড়া ভোটারদের মধ্যে প্রকাশ্যে কালোটাকা বিতরণ করে প্রভাবিত করছেন।  কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ও ভোটারদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান জেড এম আজাদ খান।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য দোয়াত-কলম প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর কবিরের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তাই অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

পরে একই বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আরা প্রথম আলোকে বলেন, চাটখিলের আনারস প্রতীকের প্রার্থী তাঁর কাছে যতগুলো অভিযোগ করেছেন, সব কটি তিনি নিষ্পত্তি করেছেন। এ ছাড়া তিনি কিছু অভিযোগ করেছেন সরাসরি নির্বাচন কমিশনে। সেগুলো নির্বাচন কমিশন দেখেছে। তবে প্রার্থী সুষ্ঠু নির্বাচন নিয়ে যে শঙ্কা প্রকাশ করছেন, ওই শঙ্কার কোনো কারণ নেই। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।