জামালপুরে পাঁচ আসনের তিনটিতেই আওয়ামী লীগের নতুন মুখ

জামালপুর–১ আসনে মনোনয়ন পাওয়া নূর মোহাম্মদ (বাঁয়ে), জামালপুর–৪ আসনে মনোনয়ন পাওয়া মাহবুবুর রহমান (মাঝে) এবং জামালপুর–৫ আসনে মনোনয়ন পাওয়া আবুল কালাম আজাদ। নির্বাচনে তাঁরা তিনজনই নতুন
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ পর্যন্ত জামালপুরে নতুনদের ওপরই বেশি আস্থা রাখল আওয়ামী লীগ। জেলার পাঁচটি আসনের মধ্যে তিনটিতেই দলটি নতুন প্রার্থী দিয়েছে। এর মধ্যে দুজনেরই নির্বাচন করার অভিজ্ঞতা নেই। আজ রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩০০ সংসদীয় আসনে দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

আরও পড়ুন

জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য আবুল কালাম আজাদের ওপর ভরসা রাখেনি। তিনি পাঁচবারের সংসদ সদস্য। তাঁকে মনোনয়ন না দিয়ে দেওয়া হয়েছে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নূর মোহাম্মদকে। এর আগে তিনি ২০০৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন।

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের বর্তমান সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানকেও এবার প্রার্থী হিসেবে বেছে নেয়নি আওয়ামী লীগ। বিতর্কিত অডিও ফাঁসসহ নানা বিতর্কিত মন্তব্য করে সারা দেশে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলেন মুরাদ হাসান। এবার তাঁকে মনোনয়ন না দিয়ে দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় মৎস্য ও প্রাণিবিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. মাহবুবুর রহমানকে। এবারই প্রথম তিনি নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। এর আগে তাঁর কোনো নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতা নেই। তবে তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক দুবার এ আসনের সংসদ সদস্য ছিলেন।

আরও পড়ুন

জামালপুর-৫ (সদর) আসনের বর্তমান সংসদ সদস্য মোজাফফর হোসেন। নানা বিতর্কে জড়িয়ে আলোচনা-সমালোচনার জন্ম দেন তিনি। এবার তাঁকে মনোনয়ন না দিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদকে। তিনি দলের নির্বাচনী কৌশল নির্ধারণে দলের যে কমিটি কাজ করছে, এর গুরুত্বপূর্ণ সদস্য। তাঁকে কখনো স্থানীয় রাজনীতির কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে দেখা যায়নি। এর আগে তাঁর কোনো নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতা নেই। তাঁর বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার নলেরচর এলাকায়।

আরও পড়ুন

জামালপুর–২ ও জামালপুর–৩ আসনে বর্তমান সংসদ সদস্যের হাতেই নৌকার বইঠা দিয়েছে আওয়ামী লীগ। জামালপুর-২ (ইসলামপুর) আসনের বর্তমান সংসদ সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান চতুর্থবারের মতো দলীয় মনোনয়ন পেলেন। জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সপ্তমবারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন।