আচরণবিধি লঙ্ঘন করায় চুয়াডাঙ্গায় নৌকার প্রার্থীকে শোকজ

সোলায়মান হক জোয়ার্দ্দার
ছবি: সংগৃহীত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চুয়াডাঙ্গা-১ (আলমডাঙ্গা-সদর একাংশ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ওরফে ছেলুনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা-১ আসনে নির্বাচন কমিশনের (ইসি) গঠন করা নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে আগামী রোববার (৩ ডিসেম্বর) সশরীর অথবা প্রতিনিধির মাধ্যমে এ ব্যাপারে প্রার্থীকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ (প্রথম) মো. সাজ্জাদুর রহমানের সই করা চিঠি গতকাল বৃহস্পতিবার সোলায়মান হক জোয়ার্দ্দারের কাছে পাঠানো হয়েছে। সোলায়মান হক জোয়ার্দ্দার জেলা আওয়ামী লীগের সভাপতি এবং টানা তিনবারের সংসদ সদস্য।

জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, চুয়াডাঙ্গার দুটি আসনে মোট ২০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁদের মধ্যে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দারকে শোকজ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, সোলায়মান হক জোয়ার্দ্দার গতকাল বৃহস্পতিবার ৩০ নভেম্বর  মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়ির মাধ্যমে মিছিল ও শোডাউনের মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এতে তিনি জনগণের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেছেন এবং ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে নির্বাচনী প্রচার চালিয়েছেন। এর মাধ্যমে সোলায়মান হক সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর ৮ (ক) ও (খ) এবং ১২ ধারা লঙ্ঘন করেছেন। এমতাবস্থায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রার্থীকে চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের দপ্তরে ৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ৩টার মধ্যে সশরীর বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান প্রথম আলোকে বলেন, নির্বাচনী অনুসন্ধান কমিটির দেওয়া কারণ দর্শানোর চিঠি পেয়েছেন। নির্ধারিত সময়ে জবাব দেওয়া হবে। তাঁর দাবি, সোলায়মান হক জোয়ার্দ্দার নিয়ম মেনেই নির্ধারিতসংখ্যক লোক নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন। হঠাৎ করে শুভাকাঙ্ক্ষীরা এসে ভিড় করেন। এটা অনিচ্ছাকৃতভাবে হয়েছে।

সোলায়মান হক জোয়ার্দ্দার ১৯৯১ সাল থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে আসছেন। ২০০৮ সালে প্রথমবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর দশম ও একাদশ জাতীয় সংসদেও তিনি সদস্য নির্বাচিত হন। দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি হুইপের দায়িত্ব পালন করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্তত ১৬ জন নেতা দলীয় ফরম কেনেন। কিন্তু সোলায়মান হক জোয়ার্দ্দার আবার মনোনয়ন পেয়েছেন।