বগুড়ায় গোসলে নেমে নিখোঁজ কিশোরের লাশ মিলল সিরাজগঞ্জে

লাশ
প্রতীকী ছবি

বগুড়ার সারিয়াকান্দি সদর উপজেলার যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সাদিকুল ইসলাম (১৪) নামের এক কিশোরের লাশ পাওয়া গেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায়। আজ সোমবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজের মর্গে লাশটি শনাক্ত করেন তার স্বজনেরা।

লাশ উদ্ধার হওয়া সাদিকুল ইসলাম বগুড়া শহরের লতিফপুর কলোনি এলাকার আরমান সিদ্দিকের ছেলে। বগুড়া শহরের চকলোকমান কলোনি এলাকার একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল সে।

স্বজন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সাদিকুল ইসলামসহ ৯ বন্ধু সারিয়াকান্দি সদর উপজেলার কালীতলা গ্রোয়েন বাঁধে ঘুরতে যায়। দুপুরের দিকে নৌকা ভাড়া নিয়ে তারা যমুনা নদী পার হয়ে বাটিরচরে গোসল করতে নামে। একপর্যায়ে সাদিকুল গভীর পানিতে তলিয়ে যায়। বন্ধুরা তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে ফিরে যায়। পরিবারের লোকজন জানতে পেরে সারিয়াকান্দি ফায়ার সার্ভিসকে খবর দেন। পরদিন শনিবার সকালে সারিয়াকান্দি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীদের সহযোগিতায় রাজশাহী থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েও সন্ধান পায়নি। পরে গতকাল রোববার দুপুরে শাহজাদপুরে লাশটি ভেসে ওঠে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্ত্তী প্রথম আলোকে বলেন, নিখোঁজের তিন দিনের মাথায় গতকাল দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুর ঘাট এলাকায় যমুনা নদীতে কিশোরের লাশ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। বিষয়টি কিশোর সাদিকুলের স্বজনদের জানানো হয়। আজ বেলা ১১টার দিকে স্বজনেরা সিরাজগঞ্জ মেডিকেল কলেজের মর্গে গিয়ে লাশটি শনাক্ত করেন।