৫০০ টাকা বাজি ধরে দুধকুমার নদ সাঁতরে পার হওয়ার সময় তরুণ নিখোঁজ

নিখোঁজ তরুণের সন্ধানে ঘটনাস্থলে পুলিশ গেছে। সোমবার সকালে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নে
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বরযাত্রীদের সঙ্গে ৫০০ টাকা বাজি ধরে দুধকুমার নদ সাঁতরে পার হওয়ার সময় এক তরুণ নিখোঁজ হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার তিলাই ইউনিয়নের খোঁচা বাড়ির চর এলাকার শহীদুলের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ তরুণের নাম বাবলু মিয়া (২২)। তিনি উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মাওলানা পাড়ার আনিস আলীর ছেলে।

বরযাত্রী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার রাতে পাইকেরছড়া মাওলানা পাড়ার মোজাম্মেল হকের ছেলে হাসেম আলীর সঙ্গে তিলাই ইউনিয়নের খোঁচা বাড়ির চর এলাকার মৃত হযরত আলীর মেয়ের বিয়ে হয়। বিবাহ শেষে রাত সাড়ে ১১টার দিকে বরযাত্রীরা নৌকা করে বাড়ি ফিরছিলেন। বরযাত্রীদের সঙ্গে ৫০০ টাকার বাজিতে দুধকুমার নদ সাঁতরে পাড়ি দেওয়ার কথা জানান বাবলু মিয়া। পরক্ষণে কনকনে ঠান্ডায় তিনি মাঝ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরাতে শুরু করেন। কিছু দূর সাঁতরে যাওয়ার পর প্রচণ্ড ঠান্ডা ও স্রোতের কারণে পানিতে তলিয়ে যান বাবুল। এরপর ঘাটে বরযাত্রীকে নামিয়ে দিয়ে নৌকায় করে তাঁর খোঁজ করা হয়। কিন্তু কোথাও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। আজ সোমবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নদীর বিভিন্ন জায়গাতে খুঁজেও বাবুল মিয়ার কোনো হদিস মেলেনি।

স্থানীয় বাসিন্দা মনিরুজ্জামান বলেন, গতকাল রাতে বরযাত্রীদের সঙ্গে ৫০০ টাকা বাজি ধরে সাঁতরে দুধকুমার নদ পাড়ি দিতে নদে ঝাঁপ দেন বাবলু মিয়া। কিছুক্ষণ সাঁতরানোর পর থেকে তিনি নিখোঁজ হন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, সকালে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরাও খোঁজাখুঁজি করেও তরুণের কোনো খোঁজ পাননি। পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। ডুবুরি দল এলে আবার উদ্ধার কার্যক্রম শুরু করা হবে।