নোয়াখালীতে স্কুল থেকে ফেরার পথে টমটমের চাপায় শিশুর মৃত্যু

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নোয়াখালীর হাতিয়া উপজেলায় যাত্রীবাহী টমটমের চাপায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তমরুদ্দী-ওছখালি সড়কে গুল্লাখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিহা আক্তার (৭) তমরুদ্দী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আলমগীর হোসেনের মেয়ে। সে গুল্লাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্‌-প্রাথমিক শ্রেণির ছাত্রী ছিল।

নিহত নিহার মামা মো. রাকিব উদ্দিন প্রথম আলোকে বলেন, বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয় ছুটির পর নিহা ক্লাস থেকে বেরিয়ে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী টমটম তাকে চাপা দেয়। এতে সে মারাত্মকভাবে আহত হয়। আশপাশের লোকজন এগিয়ে এসে আহত নিহাকে দ্রুত উদ্ধার করে এবং ঘাতক টমটমটিকে আটক করে। পরে মুমূর্ষু অবস্থায় নিহাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হালিমা আক্তার প্রথম আলোকে বলেন, সড়ক দুর্ঘটনার শিকার নিহা আক্তার নামের একটি শিশুকে দুপুর ১২টার দিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। পরে তার স্বজনেরা লাশ বাড়িতে নিয়ে গেছেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমির হোসেন প্রথম আলোকে বলেন, তিনি আইনশৃঙ্খলাবিষয়ক একটি বৈঠকে রয়েছেন। ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।