রাজশাহীর হরিয়ান ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী, নৌকা তৃতীয়

নির্বাচন
প্রতীকী ছবি

রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) মো. জেবর আলী। তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৬৭২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতা জালাল উদ্দিন চশমা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭০ ভোট। আর নৌকা প্রতীকের প্রার্থী আবুল হোসেন পেয়েছেন ৪ হাজার ১২৯ ভোট।

গতকাল সোমবার রাত ৯টার দিকে ফলাফলের তথ্য জানান পবা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম।

এর আগে গতকাল সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ব্যালট পেপারে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন মোট ৬ জন।

সীমানা জটিলতায় দীর্ঘ এক যুগের বেশি সময় পর ইউনিয়নটিতে ভোট হয়। সবশেষ ২০১১ সালে এখানে ভোট হয়েছিল। তাই এই ইউনিয়নে ভোট নিয়ে ভোটারদের আগ্রহ ছিল। ভোটার উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

পবা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, হরিয়ান ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৭৬ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৯ জন ও সাধারণ সদস্য পদে ৫১ জন। হরিয়ান ইউপিতে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৫২৮। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৮৫০ জন ও মহিলা ভোটার ৯ হাজার ৬৭৮ জন। এই ইউনিয়নের দুটি ওয়ার্ড পদ্মা নদীর ওপারে খিদিরপুর আর খানপুরে অবস্থিত।

গত ২৬ জুন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর থেকেই ইউনিয়নটি আলোচনায় আসে স্থানীয় সংসদ সদস্য মো. আয়েন উদ্দিনের নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে নৌকার পক্ষে ভোট চাওয়ায়। তিনি ইউনিয়নের ভেতরে–বাইরে একাধিক সভায় নৌকার পক্ষে ভোট চান। এই নির্বাচন নিয়ে শুরু থেকেই চ্যালেঞ্জের মুখে পড়ে আওয়ামী লীগ। দলটি বিদ্রোহী প্রার্থীদের থামাতে না পেরে ৪ জুলাই দল থেকে বহিষ্কার করে।

পবা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। দীর্ঘদিন পর ভোটাররা ভোট দিয়েছেন। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।