কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

মাহবুবুর রহমান
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাহবুবুর রহমান (২৯) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় তিনি গোসলে নেমে ঢেউয়ের তোড়ে ভেসে যান। বেলা তিনটার দিকে শুঁটকিপল্লি-সংলগ্ন সাগরের তীর থেকে তাঁর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

ট্যুরিস্ট পুলিশ জানায়, মাহবুবুর রহমান পাবনা জেলার বাসিন্দা আবদুর রহমানের ছেলে। তিনি ঢাকার শনির আখড়া এলাকার একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। ঢাকার কদমতলী এলাকায় থাকতেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, ইমরান হোসেন, ফরহাদ হোসেন, আমীর হোসেন নামের তিন বন্ধুর সঙ্গে মাহবুবুর রহমান ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে আসেন। আজ সকালে তাঁরা কুয়াকাটায় পৌঁছে হোটেল সানফ্লাওয়ারে ওঠেন। বেলা সাড়ে ১১টার দিকে কুয়াকাটার জিরো পয়েন্ট এলাকায় চার বন্ধু একসঙ্গে গোসল করতে সাগরে নামেন। তবে তাঁরা কেউই সাঁতার জানতেন না। সৈকতের তীরঘেঁষা কোমরপানিতে নেমে তাঁরা সাঁতার কাটার চেষ্টা করছিলেন। সাগর উত্তাল থাকায় একপর্যায়ে হঠাৎ ঢেউয়ের তোড়ে মাহবুবুর রহমান ও বন্ধু আমীর হোসেন ভেসে যান। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ছুটে গিয়ে জেলেদের সহায়তায় আমীর হোসেনকে উদ্ধার করতে পারলেও মাহবুবুরকে উদ্ধার করতে পারেননি।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক হাসনাইন পারভেজ প্রথম আলোকে বলেন, স্থানীয় জেলেদের মাধ্যমে মাহবুবুর রহমান নামের ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করেও তাঁকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল কুয়াকাটায় পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। তিন ঘণ্টা পর বেলা তিনটার দিকে কুয়াকাটার শুঁটকিপল্লি-সংলগ্ন সমুদ্রের তীর থেকে মাহবুবুরের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটা অঞ্চলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল খালেক প্রথম আলোকে বলেন, ওই পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁরা মৃতের স্বজনদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। পরিবারের সঙ্গে আলাপ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।