নোয়াখালীতে বাড়ির পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যুপ্রতীকী ছবি

নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে হাতিয়ার নবীপুর গ্রাম ও সুবর্ণচরের পূর্ব চরবাটা গ্রামে ওই ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো হাতিয়ার হরণী ইউনিয়নের নবীপুর গ্রামের জাকির হোসেনের মেয়ে আছিয়া খাতুন (৪) ও একই বাড়ির মো. সোহেলের মেয়ে মুনতাহা আক্তার (২) এবং সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা গ্রামের আকবর হোসেনের ছেলে মুজাহিদুল ইসলাম (২)।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বেলা পৌনে ১১টার দিকে হাতিয়ার নবীপুর গ্রামে একই বাড়ির আছিয়া খাতুন ও মুনতাহা আক্তার নিখোঁজ হয়। স্বজনেরা বেশ কিছুক্ষণ তাদের খোঁজাখুঁজি করলেও কোথাও পাচ্ছিলেন না। একপর্যায়ে বাড়ির পুকুরে তাদের লাশ ভেসে ওঠে।

আছিয়ার খালাতো ভাই আরাফাত হোসেন প্রথম আলোকে বলেন, তাঁর খালাতো বোন আছিয়া ও দূরসম্পর্কের ভাতিজি মুনতাহা বাড়ির পুকুরে ডুবে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর বেলা সাড়ে ১১টার দিকে পুকুরে তাদের লাশ ভেসে ওঠে। পরে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে সুবর্ণচরের পূর্ব চরবাটা গ্রামের আরিফ হোসেন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে তাঁর বোনসহ বাড়ির লোকজন কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলেন। তখন বাড়ির সবার অগোচরে তাঁর ভাগনে মুজাহিদুল বাড়ির পুকুরের পানিতে ডুবে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর একপর্যায়ে পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, পানিতে ডুবে সুবর্ণচরে এক শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছেন। তবে পরিবারের কেউ এ বিষয়ে থানায় লিখিতভাবে জানাননি। হাতিয়া থানার ওসি জিসান আহমেদ বলেন, ঘটনাটি হাতিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এলাকায় হওয়ায় থানায় কেউ জানাননি।