চাঁপাইনবাবগঞ্জে এক বাড়ি থেকে প্রবাসীর স্ত্রী ও যুবকের লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি বাড়ি থেকে এক প্রবাসীর স্ত্রী ও এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। তাঁরা দুজন একসঙ্গে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে দরজা ভেঙে ভেতরে ঢুকে নারী ও যুবকের ঝুলন্ত লাশ পাওয়া যায়। তাঁর স্বামী মালয়েশিয়াপ্রবাসী। ওই নারীর পাঁচ ও সাত বছরের দুটি শিশুসন্তান আছে। যুবকের বাড়ি শিবগঞ্জ উপজেলায়।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে ওসি জানান, যুবকের সঙ্গে ওই নারীর সম্পর্ক ছিল। গতকাল রাতে ওই নারীর শাশুড়ি বুঝতে পারেন ঘরে কেউ ঢুকেছে। তিনি দরজায় ধাক্কা দিয়ে সাড়া না পেয়ে প্রতিবেশীদের জানান। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে দুটি ঝুলন্ত লাশ দেখতে পায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য লাশ আজ রোববার সকালে থানা থেকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।